মাধ্যম নিউজ ডেস্ক: অভিনেত্রীর রহস্য মৃত্যুতে গ্রেফতার সহ অভিনেতা। ধৃতের নাম শেজান মহম্মদ খান (Sheezan Khan)। শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ে একটি টিভি শোয়ের সেটের বাথরুম থেকে উদ্ধার হয় অভিনেত্রী টিউনিশা শর্মার (Tunisha Sharma) ঝুলন্ত দেহ। অভিযোগ, টিউনিশা আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শেজান মহম্মদ খানকে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে। এদিকে, শনিবারই মুম্বইয়ের জেজে হাসপাতালে টিউনিশা শর্মার দেহের ময়নাতদন্ত হয়েছে। এক পুলিশ আধিকারিকের কথায়, ভোর সাড়ে চারটে পর্যন্ত টিউনিশা শর্মার দেহের ময়নাতদন্ত হয়েছে। পুরো পর্বটিতে উপস্থিত ছিলেন চার থেকে পাঁচ জন পুলিশ কর্মী। ওই আধিকারিক জানান, দেহ রাখা হয়েছে হিমঘরে।
শ্যুটিং চলাকালীন...
জানা গিয়েছে, শনিবার বাথরুমে গিয়ে দীর্ঘক্ষণ আর বের হননি বছর কুড়ির টিউনিশা শর্মা (Sheezan Khan)। শ্যুটিং চলাকালীন চায়ের বিরতির সময় তিনি বাথরুমে যান। ওয়ালিভ থানার পুলিশ জানিয়েছে, টিউনিশা দীর্ঘক্ষণ বাথরুম থেকে না বেরনোয় সন্দেহ হয় তাঁর সহ কর্মীদের। বাথরুমের দরজা ভেঙে বের করা হয় টিউনিশাকে। সহকর্মীরাই তাঁকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রী টিউনিশার সহকর্মীদের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের দাবি, কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি, আত্মহত্যার ক্ষেত্রে যা সচরাচর হয়ে থাকে। পুলিশ জানিয়েছে, খুন এবং আত্মহত্যা ঠিক কোনটি হয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত। অভিনেত্রী মেয়ের মৃত্যুর ঘটনায় সহ অভিনেতা শেজান মহম্মদ খানের নামে অভিযোগ দায়ের করেন টিউনিশার মা। শেজান আলিবাবা: দস্তান-ই-কাবুল শোয়ে প্রধান চরিত্রে অভিনয় করেন শেজান। টিউনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে।
আরও পড়ুন: কাশীর পর মথুরা! শাহি ইদগাহ মসজিদে সমীক্ষার নির্দেশ আদালতের
প্রসঙ্গত, ‘ভারত কা বীর পুত্র-মহারাণা প্রতাপ’ সিরিয়ালে শিশু শিল্পী হিসেবে দেখা গিয়েছিল টিউনিশাকে (Sheezan Khan)। ওই সিরিয়ালে তিনি চাঁদ কানওয়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন। পরে ‘গব্বর পুঞ্চওয়ালা’, ‘শের ই পাঞ্জাব: মহারাজ রঞ্জিত সিং’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’ সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেন তিনি। বলিউডের ‘ফিতুর’, ‘বারবার দেখো’ সহ একাধিক সিনেমায়ও অভিনয় করেছিলেন টিউনিশা।
+ There are no comments
Add yours