Ajanta Circus: দু’বছর পর কলকাতার বুকে ফের ফিরে এল ঐতিহ্যবাহী অজন্তা সার্কাস

Ajanta Circus: দীর্ঘ ৫০ বছর ধরে মানুষের মনোরঞ্জন করে আসছে অজন্তা সার্কাস...
Ajanta
Ajanta

মাধ্যম নিউজ ডেস্ক: এক সময় শীত মানেই ছিল সার্কাস। কিন্তু মোবাইলের যুগে সেসব এখন সব অতীত। বন্য প্রাণী সংক্রান্ত নানা বিধিনিষেধের কারণে এখন সার্কাসে পশুপাখি বলতে রয়েছে কিছু ম্যাকাও পাখি ও কুকুর৷ বিদেশি জিমন্যাস্টরাও নেই। ফলে সার্কাসে আগের মতন দর্শক আসে না। নেই তেমন জৌলুসও। তার পর করোনার দাপটে দুবছর সার্কাস বন্ধ ছিল। তবে এসবের পরেও কিছু চমক নিয়ে ফের হাজির হয়েছে সার্কাসের দল৷ ৫০ বছর ধরে মানুষের মনোরঞ্জন করা অজন্তা সার্কাস (Ajanta Circus) ফিরে এল কলকাতার বুকে। কোভিড মহামারীর জন্য বন্ধ ছিল সার্কাসের দরজা, কিন্তু এবারে নতুন আকর্ষণীয় খেলা নিয়ে ফিরে এসেছে তারা।

ফের অজন্তা সার্কাস কলকাতার বুকে

অজন্তা সার্কাস (Ajanta Circus) ভারতের অন্যতম জনপ্রিয় সার্কাস, যা ৫০ বছর ধরে মানুষদের মনোরঞ্জন দিয়ে আসছে। আগের মত তেমন জাঁকজমক না থাকলেও মানুষ একেবারেই ভুলে যায়নি সার্কাসকে। কোভিডের জন্য দুবছর সার্কাস বন্ধ থাকলেও ফের হাতেগোনা দর্শক নিয়ে শুরু হল অজন্তা সার্কাস৷ নিজেদের ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে তারা।

অজন্তা সার্কাসের ম্যানেজার কী বললেন?

অজন্তা সার্কাসের (Ajanta Circus) ম্যানেজার সুজিত ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, সার্কাস বর্তমান প্রজন্মের কাছে আগের মত জনপ্রিয় নয়, প্রাণীর ব্যবহারে বিভিন্ন বিধি নিষেধের কারণে সার্কাসটি প্রথমে তার জনপ্রিয়তা হারায়। তারপর আসে মহামারী, যার ফলে সার্কাসের অনেক ক্ষতি হয়। বাইশ বছর ধরে সার্কাসের সঙ্গে যুক্ত সুজিত ঘোষ বলেন, “সার্কাস শোতে বন্যপ্রাণী ব্যবহারে নিষেধাজ্ঞা ও শ্রম আইনের কঠোরতার কারণে আমাদের সার্কাস আগের মত দর্শকদের আকর্ষণ করে না। এছাড়াও কোভিড ১৯-এর বিধি নিষেধের কারণে আন্তর্জাতিক শিল্পীরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তবে আমরা তাদের এখন ভিসা ও পাসপোর্টের ব্যবস্থা করার প্রক্রিয়া আবার শুরু করেছি এবং তাঁরা খুব শীঘ্রই ফিরে আসবেন। তিনি আরও বলেন, “কোভিডের পরে সার্কাস ফিরিয়ে আনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু কলকাতা লোকেদের এখনও আমাদের শোগুলির জন্য অনেক আগ্রহ রয়েছে। তারা সার্কাসে আসছেন এবং আগের মত উপভোগ করছেন। আমরা আশা করি, আগামী দিনে ভালো ব্যবসা করতে পারব।" 

তিনি টিকিটের ও শো টাইমের ব্যাপারেও বলেছেন। তিনি জানিয়েছেন, টিকিটের দাম রাখা হয়েছে ১০০-৪০০ টাকা। তাঁরা আবার অনলাইনে টিকিট বুক করার ব্যবস্থাও চালু করেছে, যাতে দর্শকদের লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে না হয়। গত একমাস ধরে এই অজন্তা সার্কাস(Ajanta Circus) চলবে৷ শুরু হবে দুপুর ১টা থেকে৷ শেষ হবে সন্ধ্যে ৭ টা পর্যন্ত৷ দিনে দুটো-তিনটে শো-এ তাদের সার্কাস চলছে৷ কোভিড পরিস্থিতি কাটিয়ে বিপুল দর্শকের আশাবাদী সার্কাস কর্মীরা৷

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles