মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর প্যাকেজে জম্মু ও কাশ্মীরের অসংখ্য পন্ডিতের (Kashmiri Pandits) কর্মসংস্থান হয়েছে। কাশ্মীরি পন্ডিতদের (Kashmiri Pandits) উপর অত্যাচারের কাহিনী নতুন কিছু নয়। এবার প্রধানমন্ত্রী প্যাকেজে যাঁরা কাজ পেয়েছেন, সেই সব কাশ্মীরি পন্ডিতদের ভয় দেখাচ্ছে মৌলবাদী জঙ্গি সংগঠনগুলি। এমনটাই অভিযোগ কাশ্মীরি পন্ডিতদের। অনলাইন হুমকিপত্রে কাজের স্থান উল্লেখ করে কমপক্ষে ৫৬জন পন্ডিত কর্মচারীর নাম প্রকাশ করেছে সন্ত্রাসবাদীরা।
অল মাইগ্রেন্ট ডিসপ্লেসড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাশ্মীর (এএমডিইএকে)-এর সভাপতি রুবন সাপ্রো, সংবাদমাধ্যমকে বলেন, জঙ্গি হুমকির পরে নিরাপত্তাহীনতায় ভুগছেন পন্ডিতরা। কর্মচারীরা আতঙ্কিত। প্রধানমন্ত্রী প্যাকেজের অধীনে নিয়োগ করা পন্ডিত কর্মীদের হুমকি চিঠি kashmirfight.com-এ পোস্ট করা হয়েছিল। বর্তমানে ওই ওয়েবসাইট ব্ল্যাক লিস্টেড।
পুলিশের বিবৃতি
পুলিশ আধিকারিকরা বলেন,ব্লগটি লস্কর-ই-তৈবা জঙ্গিরা চালাচ্ছে। অনলাইন হুমকি চিঠিতে জঙ্গিরা ৫৬ জন কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandits) কর্মচারীর পোস্টিং স্থান সহ একটি তালিকা প্রকাশ করেছে। এটি কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) একটি ছোট্ট তালিকা, যাঁদের প্রধানমন্ত্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
রুবন সাপ্রু আরও বলেন, জঙ্গিরা ৫৬জন পন্ডিত কর্মচারীর নাম প্রকাশ করেছে। এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়। সরকারের উচিত এই ঘটনার তদন্ত করা। কীভাবে জঙ্গিরা উপত্যকায় কর্মরত পণ্ডিত কর্মচারীদের সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছে, তা আশ্চর্যের বিষয়। তালিকায় নাম থাকা কর্মচারীরা খুবই আতঙ্কিত। সবাই ভয়ে আছেন।
আরও পড়ুন: দিল্লি গেলেন মমতা! দেখা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে, একান্তে কথা হবে কি?
চলতি বছরে হত্যা করা হয় পন্ডিত রাহুল ভাটকে
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর চাকরির প্যাকেজের অধীনে নিয়োগ করা প্রায় ৫০০০ পণ্ডিত কর্মচারী উপত্যকায় তাঁদের কাজের জায়গায় উপস্থিত হতে পারছেন না। চলতি বছরের ১২ মে থেকে নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন তাঁরা। কারণ মধ্য কাশ্মীরের বুদগাম জেলার চাদুরাতে তহসিল অফিসের ভিতরে ঢুকে পণ্ডিত কর্মচারী রাহুল ভাটকে জঙ্গিরা গুলি করে হত্যা করেছিল। এরপর থেকে উপত্যকায় জঙ্গিদের হাতে আরও দুই পণ্ডিত নিহত হন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours