মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক মারণ ভাইরাসের সংক্রমণ হতে চলেছে পুরো বিশ্ব জুড়ে? ফের একবার অতিমারীতে ভুগতে চলেছে গোটা বিশ্ব? করোনার রেশ এখনও কাটেনি, তারই মাঝে নতুন করে আতঙ্ক তৈরি করেছিল মাঙ্কি ভাইরাস। একের পর এক মারণ ভাইরাসের প্রকোপে প্রাণ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। আর এবারে ফের এক ভাইরাসের সন্ধান পেল বিজ্ঞানীরা। আর এই ভাইরাসের নাম শুনলে চমকে উঠবেন আপনিও। জানা গিয়েছে, রাশিয়ার সাইবেরিয়ায় অতি সংক্রামক ‘জম্বি ভাইরাস’-র হদিশ পেয়েছেন বিজ্ঞানীরা।
জম্বি ভাইরাসের হদিশ
এই ভাইরাসের ব্যাপারে আরও একটি কথা জানলে আপনি অবাক হবেন। এই ভাইরাস ৪৮,৫০০ বছরেরও বেশি পুরনো। এমনই বলছেন বিজ্ঞানীরা। রাশিয়ার একটি বরফে জমে যাওয়া হ্রদের তলদেশ থেকে এই ভাইরাস খুঁজে পাওয়া গিয়েছে। ইউরোপের কয়েকজন বিজ্ঞানী রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের পারমাফ্রস্ট থেকে এমন কিছু নমুনা পেয়েছেন, যা তাঁরা পরীক্ষা করে এই ভাইরাসটির অস্তিত্ব জানতে পেরেছেন। বিজ্ঞানীরা ১৩টি নতুন প্যাথোজেনকে পুনরজ্জীবিত করেছেন এবং এটি চিহ্নিত করে এটির নাম দিয়েছে জম্বি ভাইরাস। গবেষকদের মতে, কয়েক হাজার বছর ধরে হিমায়িত বরফে থাকার পরেও এটি দীর্ঘ সময় পর্যন্ত সংক্রামক ছিল।
আরও পড়ুন:ভাইরাস আমাদের ওপর নজর রেখে সিদ্ধান্ত নেয় কখন আক্রমণ করবে, বলছে গবেষণা
বিজ্ঞানীরা কী বলছেন?
বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা আগের থেকেই সতর্ক করেছিলেন যে, বায়ুমণ্ডলীয় উষ্ণায়নের কারণে পারমাফ্রস্ট গলে যাওয়ায় বরফের নীচে আটকে থাকা মিথেনের মত গ্রিনহাউস গ্যাসগুলি আবার ছড়িয়ে পড়ছে। এগুলি পরিবেশের বিরাট ক্ষতি করতে চলেছে। রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সের গবেষক দলগুলি আরও জানিয়েছে, তারা যে ভাইরাস নিয়ে গবেষণা করেছে, তা পুনরুজ্জীবিত করার কাজটিতে আপাতত কোনও ঝুঁকি নেই। কারণ এই জীবাণুগুলি একসময়ে শুধু অ্যামিবা জীবাণুকে সংক্রমিত করতে পারত। যে ভাইরাসগুলি প্রাণী বা মানুষকে সংক্রমিত করতে পারে, সেগুলি খুব বিপজ্জনক। এক্ষেত্রে এখনও তেমন ভয়ের উদাহরণ পাওয়া যায়নি।
তবে এই নয়া ভাইরাসের হদিশ মিলতেই আতঙ্কে কাঁপছে দুনিয়া। চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের কপালেও। আর এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে পুরো বিশ্ব জুড়ে। যেই ভাইরাসের ব্যাপারে আপনারা সিনেমায় দেখেছেন, এবারে তা বাস্তব জগতেও আসতে চলেছে নাকি, এই ভেবে একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
+ There are no comments
Add yours