Saurav Ganguly: সরে দাঁড়ালেন সৌরভ, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আর কে কে কোন পদে?

আপাতত তিন বছর আমি ক্রকেট প্রশাসন থেকে দূরে থাকব। দেখা যাক তার পর কী হয়, জানালেন সৌরভ
sourav_snehashish
sourav_snehashish

মাধ্যম নিউজ ডেস্ক: শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সিএবির (CAB Election) নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন না তিনি। পরিবর্তে তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষস্থানে বসবেন।

বিসিসিআই (BCCI) সভাপতির মেয়াদ শেষ হওয়ার সৌরভ ঘোষণা করেছিলেন, তিনি সিএবি’র নির্বাচনে লড়বেন। শনিবারই তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি দেননি। তার পরেই জল্পনা শুরু হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ককে ঘিরে। তাহলে কি সৌরভ সিএবি সভাপতি পদে লড়বেন না? সেটাই সত্যি হল। রবিবার সিএবিতে এসে নিজের ঘরে ডেকে নেন সংস্থার বাকি সদস্যদের। সেখানেই তিনি মনোনয়ন জমা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন।

আরও পড়ুন: বিরাট-ব্যাটে মুগ্ধ ক্রিকেট বিশ্ব! পাক-বধে কোহলির ইনিংসে আপ্লুত শচীন থেকে যুবি

সৌরভ সাংবাদিকদের বলেন, ‘আমি আগেই বলেছিলাম সিএবি’র সভাপতি পদে ভোটে লড়ব। কিন্তু ভোট হচেছ না। বিরোধীরা কোনও প্রার্থী দেননি। তাই বিনাপ্রতিদ্বন্দ্বতায় সবাই জয়ী হবে। আমি চাইলেই সিএবি সভাপতি পদে বসতে পারতাম। কিন্তু সেটা ঠিক হত না। অন্যদেরও কাজের সুযোগ দেওয়া উচিত। আপাতত তিন বছর আমি ক্রকেট প্রশাসন থেকে দূরে থাকব। দেখা যাক তার পর কী হয়।’

সৌরভ দ্বিতীয়বার বিসিসিআই সভাপতি না হওয়ার পর তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে ফেসবুকে তাঁকে খোঁচা দিয়ে একটি লেখা পোস্ট করেছিলেন। শুধু তাই নয়, বিশ্বরূপবাবু লিখেছিলেন, সৌরভ সিএবি কিংবা বিসিসিআই সভাপতি হয়েছেন ভোটে না লড়ে। তৃণমূল নেতার এই মন্তব্য আঘাত করেছিল মহারাজকে। তাই হয়তো তিনি আবেগের সঙ্গে সিএবি’র সভাপতি পদে লড়ার কথা ঘোষণা করেছিলেন বলে মত তাঁর ঘনিষ্ঠদের। তবে যখন তিনি বুঝতে পেরেছেন, সিএবিতে এখন বিরোধী বলে কিছু নেই, তাই সরে এলেন সৌরভ। বরং পদে না থেকেও রিমোট থাকবে তাঁরই হাতে। কারণ, সিএবি যাঁরা আগামী তিন বছর পরিচালনা করবেন, তাঁরা প্রত্যেকেই সৌরভ অনুগামী।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি! জানেন তিনি কে?

দেখে নেওয়া যাক সিএবিতে কে কোন পদে বসছেন—
সভাপতি-স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
সহ-সভাপতি-অমলেন্দু বিশ্বাস
সচিব-নরেশ ওঝা
কোষাধ্যক্ষ-প্রবীর চক্রবর্তী
যুগ্নসচিব-দেবব্রত দাস

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles