মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলি আসন্ন। তার দিন দশেক আগেই খুশির খবর দিল কেন্দ্র। আগেই সূত্র মারফত জানা গিয়েছিল, ৭৮ দিনের বেতন অতিরিক্ত পেতে চলেছেন রেলকর্মীরা। এদিন সেই জল্পনাকেই সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পিএলবি (Production Linked Bonus) হিসেবে ১৮৩২ কোটি টাকা মঞ্জুর করল ক্যাবিনেট। এরফলে রেলের ১১ লক্ষ ২৭ হাজার কর্মীর সুবিধা লাভ করবেন বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর তরফে জানানো হয়েছে, কোনও সুবিধাভোগী ব্যক্তি সর্বোচ্চ ১৭ হাজার নয়শো একান্ন টাকা পেতে পারেন। বুধবারেই ক্যাবিনেটের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশজুড়ে থাকা রেলের নন-গেজেটেড কর্মীরা এই বোনাস (Railway Bonus) পান। তবে আরপিএফ (RPF/RPSF) আধিকারিকরা এক্ষেত্রে ব্যতিক্রম। তাঁরা এই বোনাস (Bonus) পান না। চলতি বছরের হিসেবে এই নিয়ে টানা 12 বছর কালী পুজোর মুখে এই বোনাস পাচ্ছেন রেলকর্মীরা। এদিনের মন্ত্রিসভার ঘোষণায় খুশির হাসি রেলকর্মীদের মুখে।
গত বছরে এই বোনাসের জন্য রেলের তরফে মোট ১৯৮৫ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। আগে অনুমান করা হয়েছিল চলতি বছরে সেই পরিমাণ বেড়ে ২ হাজার কোটি টাকা হতে পারে। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই রাস্তায় হাঁটল না। এবারে পিএলবি (Production Linked Bonus) দিতে কেন্দ্রের খরচ হচ্ছে ১৮৩২ কোটি টাকা। যা কিনা আগের বছরের তুলনায় প্রায় ১৫০ কোটি টাকা কম।
[tw]
Productivity linked bonus of Rs 1,832 crores will be given to 11.27 lakh employees of railways. It will be a bonus of 78 days and Rs 17,951 will be its maximum limit: Union Minister Anurag Thakur pic.twitter.com/lBu3GJj7w1
— ANI (@ANI) October 12, 2022
[/tw]
কেন্দ্রের তরফে রেলকর্মীদের সম্পর্কে বলা হয়েছে, গত তিন বছরে রেল মালবহনের বাজার পুনরুদ্ধার করতে এবং উপযুক্ত উদ্যোগের মাধ্যমে যাত্রী ভাড়া বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। যার জেরে করোনা মহামারীর সময়ে ধাক্কা খেলেও ২০২২-২৩ আর্থিক বছরে রেল আর্থিক দিক থেকে গতি ফিরে পেয়েছে।
এছাড়াও এদিন কেন্দ্রীয় সরকারের তরফে রাষ্ট্রায়ত্ত তেল বিতরণকারী সংস্থাগুলিকে ২২ হাজার কোটি টাকার অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।সাংবাদিক বৈঠকে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।অনুরাগ বুধবার জানান, গৃহস্থালীতে ব্যবহারের রান্নার গ্যাসের ভর্তুকি (LPG Price Subsidy) দিতে গিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির উপর বিপুল পরিমাণে আর্থিক বোঝা চেপেছে। তাই এই এককালীন অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘এই পদক্ষেপ আত্মনির্ভর ভারত কর্মসূচির প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে নিরবচ্ছিন্ন ভাবে গৃহস্থালীর গ্যাস সরবরাহের সুযোগ করে দেবে।’’
[tw]
Government To Give ₹ 22,000 Crore To State-Run Oil Firms To Cover Losses https://t.co/XbSACGvK90 pic.twitter.com/L4xfGgvQfu
— NDTV (@ndtv) October 13, 2022
[/tw]
প্রসঙ্গত, অতিমারি পরিস্থিতিতে আমজনতার আর্থিক সঙ্কট বাড়লেও উৎপাদন শুল্ক, সেস-সহ তেলের হরেক করের উপর নির্ভর করে মোদী সরকার রাজকোষ সামাল দিয়েছে। সংসদের বাদল অধিবেশনে পেট্রোলিয়াম এবং প্রাকৃতির গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলির এবং অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরির বিবৃতি ও পেশ করা পরিসংখ্যানে তা জানানো হয়েছিল।
+ There are no comments
Add yours