PFI: কেন, কোন ধারায় নিষিদ্ধ পিএফআই? কী অপেক্ষা করছে এই জঙ্গি সংগঠনের জন্য?

পিএফআই এবং আটটি সহযোগী সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট ব্লক করে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।
WhatsApp_Image_2022-09-28_at_1145.00
WhatsApp_Image_2022-09-28_at_1145.00

মাধ্যম নিউজ ডেস্ক:  পাঁচ বছরের জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI) নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। বেআইনি কাজকর্মের জন্য পিএফআইয়ের সমস্ত সহযোগী সংস্থা এবং অনুমোদিত সংস্থার উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। অনলাইনেও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) গতিবিধি রুখতে পদক্ষেপ করছে কেন্দ্র। পিএফআই এবং আটটি সহযোগী সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট ব্লক (Social Sight) করে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। এখন প্রশ্ন হল কেন এই নিষেধাজ্ঞা? এরপরে কী হতে পারে? আসলে পিএফআই কে, কী এদের ভবিষ্যৎ?

পিএফআই-এর জন্ম
পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া একটি ইসলামিক উগ্রপন্থী সংগঠন। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হয়। তার পরই তিনটি মুসলিম সংগঠন একত্রিত হয়ে এই সংগঠন তৈরি করে। ২০০৬ সালে গঠিত এই সংগঠনের নাম ছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট ফ্রন্ট। পরবর্তী সময়ে মানিথা নীতি পাসারাই, কর্নাটক ফোরাম ফর ডিগনিটি সহ একাধিক সংগঠন মিলিত হয়ে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া তৈরি করে। দেশবিরোধী ও সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গেই যুক্ত ছিল এই সংগঠন।

আরও পড়ুন: নিষিদ্ধ হচ্ছে পিএফআই? দেশ জুড়ে এনআইএর দ্বিতীয় দফার অভিযানের পর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রক

কেন নিষিদ্ধ
দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার প্রমাণের সাপেক্ষেই এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, বলে জানিয়েছে কেন্দ্র। ভারত সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাধিক অপরাধমূলক কাজ এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িত আছে পিএফআই। বিদেশ থেকে অর্থ সাহায্যও পায়। যা দেশের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে বড়সড় উদ্বেগের বিষয়। এই সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানান হয়েছিল বিভিন্ন রাজ্যের তরফে। পরে তদন্তকারী সংস্থার রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ১৯৬৭ এর ৩৫ নম্বর ধারার অধীনে দেশে ৪২ টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। পিএফআই-কেও এই ধারায় নিষিদ্ধ করা হয়। এই আইনের ৩৫ নম্বর ধারায় উল্লেখ রয়েছে, যদি কোনও সংগঠন সন্ত্রাসবাদের প্রচার করে, বিভিন্ন সন্ত্রাসবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকে তাহলে সেই সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে গণ্য় করা হবে।

আরও পড়ুন: পাঁচ বছরের জন্য নিষিদ্ধ পিএফআই! মিলেছে জঙ্গি যোগের প্রমাণ, কী বলছে স্বরাষ্ট্রমন্ত্রক?

পিএফআই-এর ভবিষ্যৎ
সন্ত্রাসবিরোধী আইনে পিএফআই-র পাশাপাশি আরও আটটি সংগঠনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার ইউএপিএ আইনের অধীনে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পিএফআই (PFI) সংগঠনকে। শুধু পিএফআই-ই নয়, এরসঙ্গে যুক্ত একাধিক সংগঠন যেমন সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল উইমেন্স ফ্রন্টকেও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত সংগঠন বলে ঘোষণা করা হয়েছে। এই দল যাতে সংবিধানের বিভিন্ন ধারা দেখিয়ে আইনি পথে না যেতে পারে তারও ব্যবস্থা করছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ভারতকে ২০৪৭ সালের মধ্যে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল পিএফআই। যা ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শকে খণ্ডন করে। এই দল পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় এদেরকে আর কেউ অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবে না। করলে তারাও আইন ভঙ্গ করবে। ফলে ভিবিষ্যতে পিএফআইয়ের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles