মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার (২৩ অগাস্ট) জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (JEE Advanced) অ্যাডভান্সড ২০২২-এর অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বম্বে (IIT Bombay)। আইআইটি জেইই বা জেইই অ্যাডভান্সড পরীক্ষার এবার পরিচালনার দায়িত্বে রয়েছে আইআইটি বম্বে। পরীক্ষা নেওয়া হবে ২৮ অগাস্ট।
আরও পড়ুন: পিছিয়ে গেল ইউজিসি নেটের দ্বিতীয় পর্ব, জানুন বিস্তারিত
তার আগে হাতে সময় থাকতেই প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- jeeadv.ac.in থেকে জেইই অ্যাডভান্সড ২০২২-এর অ্যাডমিট কার্ড চেক এবং ডাউনলোড করতে পারবেন। এ ক্ষেত্রে নিজের রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বরের প্রয়োজন হবে।
আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত
২৮ অগাস্ট তিন ঘণ্টার দুটি পর্বে চলবে জেইই অ্যাডভান্সড ২০২২ পরীক্ষা। প্রথম পর্ব সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। ১১ সেপ্টেম্বর ঘোষণা করা হবে ফলাফল।
আরও পড়ুন: গেট ২০২৩- এর বিজ্ঞপ্তি জারি আইআইটি কানপুরের
কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট?
১. প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ।
২. হোমপেজে, অ্যাডমিট কার্ড-এর লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. আপনার রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর লিখুন।
৪. আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখতে পাবেন।
৫. এখান থেকেই ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে নিন।
জেইই অ্যাডভান্সডকে বিশ্বের অন্যতম কঠিন স্নাতক প্রবেশিকা পরীক্ষা বলে মনে করা হয়। এই পরীক্ষায় বসার জন্য শিক্ষার্থীদের প্রথমে জেইই মেইন্সে (JEE Mains) পাশ করতে হয়। এই পরীক্ষার মাধ্যমেই ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের স্নাতক স্তরের বিভিন্ন প্রোগ্রামে ভর্তি সুযোগ পাওয়া যায়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours