Rajya Sabha Protest: ধর্নায় বসে সাসপেন্ডেড সাংসদরা খাচ্ছেন ইডলি-সাম্বার, চিকেন-তন্দুরি!

ভূরিভোজের ব্যবস্থা করছে বিজেপি বিরোধী বিভিন্ন দল...
opposition-protest
opposition-protest

মাধ্যম নিউজ ডেস্ক: বসেছেন অবস্থান বিক্ষোভে। অথচ খাওয়া হচ্ছে দই-ভাত (Curd rice), ইডলি (Idli)-সাম্বার (Sambhar), চিকেন-তন্দুরি  (Chicken Tandoori), গাজরের হালুয়া এবং ফল। এই হচ্ছে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসা সাসপেন্ডেড সাংসদদের খাবার। বুধবার থেকে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ধর্না চলবে বলে জানিয়েছেন সাসপেন্ডেড সাংসদরা। সেখানেই চলছে ভূরিভোজের ব্যবস্থা।  

অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছিল সাংসদদের। তার পরেই টানা পঞ্চাশ ঘণ্টার ধর্নায় বসেছেন বিজেপি (BJP) বিরোধী বিভিন্ন দলের সাংসদরা। রাজ্যসভা (Rajya Sabha) থেকে সাসপেন্ড হওয়া ২০ জন বিরোধী দলের সাংসদও রয়েছেন ধর্নায়। যাঁদের সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের (TMC) সাত জন, ডিএমকের ৬ জন, টিআরএসের তিন জন, সিপিএমের দুজন এবং সিপিআই ও আপের একজন করে সাংসদ। রাজ্যসভার পাশাপাশি লোকসভা থেকেও সাসপেন্ড করা হয়েছে কংগ্রেসের চার সাংসদকে। এই ঘটনার প্রতিবাদেই ধর্নায় বসেছেন বিরোধীরা।

আরও পড়ুন : ৫০ ঘণ্টার ধর্নায় সাসপেন্ডেড সাংসদরা, বিরোধী বৈঠকে গরহাজির আপ, তৃণমূল

রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূলের কংগ্রেসের দোলা সেন। তিনি বলেন, গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদে বসেছেন সাসপেন্ডেড সাংসদরা। রাতেও তাঁরা চালিয়ে যাবেন অবস্থান বিক্ষোভ। টানা পঞ্চাশ ঘণ্টার অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে প্রয়োজন খাবারের। তাই তৈরি করা হয়েছে ডিউটি রোস্টারও। সেখানেই তৈরি হচ্ছে হরেক কিসিমের খাবারও। রোস্টার যাতে ঠিকঠাকভাবে পালিত হয়, সেজন্য তৈরি হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। এদিকে, সংসদে অসংসদীয় আচরণের জন্য দুঃখ প্রকাশ করলেই সাসপেনশান তুলে নেওয়া হবে বলে জানায় সরকার পক্ষ। যদিও তা করতে রাজি নন ধর্নায় বসা সাংসদরা। বিজেপি বিরোধী যে দলগুলি অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছে, তারা হল তৃণমূল, ডিএমকে, আপ, টিআরএস, সমাজবাদী পার্টি, শিবসেনা, সিপিএম, সিপিআই, জেএমএম এবং কেরালা কংগ্রেস। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রতিবাদী রাজনৈতিক দলগুলি ঠিক করেছে অবস্থান বিক্ষোভে বসা সাংসদদের দেওয়া হবে প্রাদেশিক খাবার।

আরও পড়ুন : রাজ্যসভা নির্বাচনে ১৬-র মধ্যে ৮ আসনে জয়ী বিজেপি

বুধবার প্রাতরাশে ছিল ইডলি-সাম্বার। লাঞ্চে ছিল দই-ভাত। আয়োজন করেছিল ডিএমকে। আর রাতে খাবার হিসেবে ছিল রুটি, ডাল, পনির এবং চিকেন তন্দুরি। আয়োজন করেছে তৃণমূল। ডিএমকে নেত্রী কানিমোঝি গাজরের হালুয়া নিয়ে এসেছিলেন। তৃণমূলের তরফে নিয়ে যাওয়া হয়েছিল ফল এবং স্যান্ডউইচ। রোস্টার অনুযায়ী, বৃহস্পতিবার প্রাতরাশের দায়িত্বে ছিল ডিএমকে। লাঞ্চের দায়িত্বে টিআরএস। আর রাতের খাবারের ব্যবস্থা করার দায়িত্ব বর্তেছে আম আদমি পার্টির ওপর। সাসপেন্ডেড সাংসদদের সমর্থনে বিভিন্ন দলের নেতারাও কিছুক্ষণের জন্য অবস্থান বিক্ষোভ মঞ্চে আসছেন। সংসদ চত্বরের ওই এলাকায় কাঠামো তৈরিতে নিষেধাজ্ঞা থাকায় খোলা আকাশের নীচেই রাত কাটাতে হয়েছে তাঁদের। তবে দেওয়া হয়েছে পার্লামেন্ট লাইব্রেরির টয়লেট ব্যবহারের অনুমতি।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles