20 Years of Devdas: ‘দেবদাস’ ছবির ২০ বছর! নস্টালজিক ঐশ্বর্য ও সঞ্জয়লীলা বনশালি

২০০২ সালের ১২ জুলাই মুক্তি পেয়েছিল ছবিটি।
1626102591_devdas-825x510
1626102591_devdas-825x510

মাধ্যম নিউজ ডেস্ক: কুড়ি বছরে পা দিল সঞ্জয়লীলা বনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত 'দেবদাস' (Devdas) সিনেমাটি। ২০০২ সালের ১২ জুলাই মুক্তি পেয়েছিল ছবিটি। মুখ্য চরিত্রে ছিলেন বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan), ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। ছবিটি ভারতীয় সিনেমায় এক ইতিহাস সৃষ্টি করেছিল। বাঙালি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'দেবদাস' উপন্যাস অবলম্বন করেই এই ছবিটি তৈরি করা হয়েছিল। মুক্তির ২০ বছর পেরিয়ে গেলেও আজও দর্শকদের মনে এই সিনেমার এক অন্যরকম উপস্থিতি রয়েছে।

আরও পড়ুন: বাদশার প্রতিবেশী বাজিরাও! রণবীরের নতুন ফ্ল্যাটের দাম শুনলে আকাশ থেকে পড়বেন

এই ছবি মুক্তির স্মৃতিচারণা করে ঐশ্বর্য রাই বচ্চন ছবির এক পোস্টার গতকাল ইন্সটাগ্রামে শেয়ার করেন। শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাঁর অনুরাগীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তবে প্রথমেই তাঁর ছবিতে যিনি কমেন্ট করেন, তিনি হলেন তাঁর স্বামী অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। তিনি সেখানে একটি হৃদয়ের ইমোজি দেন। এরপরেই ঐশ্বর্যের ভক্তরা একের পর এক কমেন্ট করতে থাকেন। তাঁদের মধ্যে কেউ লিখেছেন “ ২০ বছর পার হলেও মনে হচ্ছে এটি কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। আমার সবসময়ের পছন্দের সিনেমা।“ কেউ লিখেছেন, “আপনার অভিনয় এই সিনেমায় অপূর্ব ছিল।“ অনেকেই এই দিনে আবার এই সিনেমাটি দেখবে, এই কথাও লিখেছেন কমেন্ট সেকশনে।

[insta]https://www.instagram.com/p/Cf69k16OYqQ/?utm_source=ig_web_copy_link[/insta]

এছাড়াও এদিন পরিচালক বনশালি ছবির জন্য নির্মিত পোস্টারগুলি ট্যুইট করে শেয়ার করেছেন। সেই পোস্টারেই দেখা যাচ্ছে মাথায় হ্যাট, মুখে চুরুট আর সাহেবিয়ানায় ভরপুর দেবদাস অর্থাৎ শাহরুখকে। অন্য দুটি পোস্টারে বলি ডিভা মাধুরী দীক্ষিত ও ঐশ্বর্য রাইকে দেখা যাচ্ছে। তাঁদের রূপের ছটা যেন ছড়িয়ে পড়েছে। চন্দ্রমুখী রূপে মাধুরীকে আর পারো বা পার্বতী রূপে ঐশ্বর্যকে আজও দর্শক মনে রেখেছে। এদের সৌন্দর্য যেন আজও আকর্ষণ করে মানুষকে। এই ছবির পুরনো সেই পোস্টারগুলি প্রায় সবাইকেই নস্টালজিক করে তুলেছে।

আরও পড়ুন: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

[tw]

[/tw] 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles