মাধ্যম নিউজ ডেস্ক: সিঙ্গল-ইউজ প্লাস্টিক (Single Use Plastic) ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। জুলাই মাসের ১ তারিখ থেকে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। বিগত কয়েক বছর ধরে পরিকল্পনা করার পরে অবশেষে জুলাই মাসের ১ তারিখ থেকে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। দেশে এবার থেকে বন্ধ হতে চলেছে প্লাস্টিকের উৎপাদন, সরবরাহ, জমানো এবং বিক্রি। তবে এবার শুধুমাত্র প্লাস্টিক বন্ধ করেনি, যদি কোনও ব্যক্তি বা কোনও সংস্থাকে প্লাস্টিক সরবরাহ করতে দেখা যায় তবে তাদের জন্য তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। প্লাস্টিক ব্যবহার করলেই এবার থেকে দিতে হবে মোটা টাকার জরিমানা।
আরও পড়ুন: ১ জুলাই থেকে দেশে নিষিদ্ধ 'সিঙ্গল ইউজ' প্লাস্টিক! নতুন নিয়ম জানেন তো? এক
[tw]
❌Ban on #𝑺𝒊𝒏𝒈𝒍𝒆𝑼𝒔𝒆𝑷𝒍𝒂𝒔𝒕𝒊𝒄 (SUP) from 𝟏𝐬𝐭 𝐉𝐮𝐥𝐲, 𝟐𝟎𝟐𝟐
— Ministry of Information and Broadcasting (@MIB_India) July 1, 2022
🔹Ban is on manufacturing, import, stocking, distribution, sale and use of SUP items, as per Plastic Waste Management (Amendment) Rules, 2022
🔹List of Banned SUP items👇#SayNoToSingleUsePlastic pic.twitter.com/rAnw6rRg8g
[/tw]
তাই প্লাস্টিক ব্যবহারকারীদের জন্য এটি বলতে গেলে দুঃখের খবর। কিন্তু প্লাস্টিক ছাড়াও এমন অনেক জিনিস রয়েছে যা প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিকের বিকল্প হিসেবে প্রথমেই যেই জিনিসটির কথা মাথায় আসে সেটি হল পাট (Jute)। তবে পাটজাতীয় যে সকল পণ্য বাজারে রয়েছে, সেই সমস্ত পণ্যের দাম প্লাস্টিকের চেয়ে অনেকটা বেশি। এছাড়া প্লাস্টিকের মত সহজে ব্যবহার করাও যায় না। কিন্তু পৃথিবীকে দূষণমুক্ত করতে এখন থেকে পাটের তৈরি ব্যাগের ওপরই নির্ভর করতে হবে।
আরও পড়ুন: মোদির প্রশংসায় পঞ্চমুখ নরওয়ে, ডেনমার্ক, কেন জানুন
শুধুমাত্র প্লাস্টিক ব্যাগ নয়, সিঙ্গল-ইউজড প্লাস্টিকের তৈরি মিষ্টির বাক্স, কাপ, চামচ, ছুরি, বাটি, সিগারেটের প্যাকেট, আইসক্রিমের কাঠি— সবই নিষিদ্ধ তালিকায় রাখা হয়েছে। ফলে পাটের তৈরি ব্যাগ ছাড়াও প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্যের বিকল্পগুলো হল-
- পাটের তৈরি ব্যাগ।
- খাদি ব্যাগ।
- বাঁশের তৈরি স্ট্র ও বাসনপত্র।
- প্লাস্টিক বোতলের বদলে স্টিলের ও কপারের বোতল।
- কাপড়ের ব্যাগ।
- প্লাস্টিকের তৈরি বাক্সের বদলে স্টিলের বাক্স।
+ There are no comments
Add yours