KK Autopsy Report: প্রকাশ্যে কেকে-র অটোপসি রিপোর্ট, কী আছে রিপোর্টে?

KK: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলা হয়েছে, মৃত্যুতে কোনও সন্দেহজনক কিছু বা অস্বাভাবিকতা নজরে পড়েনি। 
KK_NAZRUL_MANCHA
KK_NAZRUL_MANCHA

মাধ্যম নিউজ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত (Cardiac Arrest) হয়েই মৃত্যু গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ (Kishnakumar Kunnath) ওরফে কেকে-র (KK)। এমনটাই জানাল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট (Autopsy Report)। মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা পাওয়া যায়নি ময়নাতদন্তে। পুলিশ জানিয়েছে, ৭২ ঘণ্টা পরে ময়নাতদন্তের পূর্ণ রিপোর্ট এলে সবটা জানা যাবে। 

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, মৃত্যুতে কোনও সন্দেহজনক কিছু বা অস্বাভাবিকতা নজরে পড়েনি। কার্ডিয়াক অ্যারেস্টই (cardiac arrest) মৃত্যু হয়েছে গায়কের। মায়োকার্ডিয়াল ইনফার্কশনই (myocardial infarction) মৃত্যুর মূল কারণ। পরীক্ষায় দেখা গিয়েছে, দীর্ঘদিন ধরে কেকের হৃদযন্ত্রের সমস্যা ছিল।   

আরও পড়ুন: নজরুল মঞ্চে চূড়ান্ত বিশৃঙ্খলা, অব্যবস্থাই কি প্রাণ নিল শিল্পীর?

মঙ্গলবার একটি কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে গান গাইতে যান গায়ক। সেখানেই শরীর খারাপ হওয়া শুরু হয়। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে গেলে, ঘরে ঢুকতেই পড়ে যান কেকে। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

হাসপাতাল সূত্রে জানানো হয়, কেকে-কে যখন নিয়ে আসা হয়েছিল, তখন তাঁর ঠোঁটে ও মুখে আঘাতের চিহ্ন ছিল। শুরু হয় জল্পনা। এরপরই থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেন তাঁর সঙ্গীরা।পুলিশ হোটেলে গিয়ে তদন্তও চালায়। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়।

লবিতে রাখা সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলায় তোয়ালে জড়িয়ে হেঁটে চলেছেন কেকে। তাঁর হাঁটাচলায় তখনও কোনও জড়তা নেই। কোনও কষ্ট নেই। অন্তত দেখে সেরকমটা মনে হচ্ছে না। পাশে রয়েছেন ম্যানেজার। জানা গিয়েছে, হোটেলে ঢোকার মুখেও ভক্তদের আবদার মেনে সেলফি তুলেছেন। নিজেও বুঝতে পারেননি শরীর ততক্ষণে বিদ্রোহ করা শুরু করেছে। 

আরও পড়ুন: বেহাল ব্যবস্থাপনাই প্রাণ কাড়ল কে কে-র! দাবি বিশেষজ্ঞ থেকে ভক্তদের

গায়কের হঠাৎ চলে যাওয়ায় মৃত্যুতে অস্বাভাবিকতা রয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন ভক্তরাও। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সেই বিতর্ক খানিকটা প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles