মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের স্মৃতিতে কান্নায় ভেঙে পড়লেন তাঁর স্ত্রী সায়রা বানু। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে ২০২১ সালের ৭ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের অভিনেতা দিলীপ কুমার। প্রবীণ অভিনেত্রী সায়রা বানু তার প্রয়াত স্বামী, অভিনেতা দিলীপ কুমারের পক্ষে ভারতরত্ন ডঃ আম্বেদকর পুরস্কার গ্রহণ করার সময় কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার অনুষ্ঠানে, তিনি বলেছিলেন যে তিনি এখনও তাঁর সঙ্গেই আছেন।
আরও পড়ুন: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার
উল্লেখ্য, সায়রা এবং দিলীপ ১৯৬৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ২০২১ সালের জুলাইয়ে দিলীপের মৃত্যুর আগে পর্যন্ত অর্থাৎ ৫৫ বছর তাঁরা একসাথে ছিলেন। সম্প্রতি দিলীপ কুমারকে ভারতরত্ন ডঃ আম্বেদকর পুরস্কার (Bharat Ratna Dr Ambedkar Award) দেওয়ার ঘোষণা করা হয়েছে। ফলে মুম্বইয়ের এই অনুষ্ঠানে সায়রা বানু তাঁর স্বামীর তরফে উপস্থিত থাকেন ও পুরস্কারটি গ্রহণ করেন।পুরস্কার নেওয়ার সময় তিনি তাঁর স্বামীর কথা মনে পড়ায় কান্নায় ভেঙে পড়েন। তিনি এদিন তাঁর বিষয়ে কথা বলার সময় তাঁকে কোহিনুর বলে সম্বোধন করে বলেন যে তাঁর স্বামীকে ভারত রত্ন সম্মানেও(Bharat Ratna) সম্মানিত করা উচিত।
[insta]https://www.instagram.com/tv/Ceyq8aWKbbL/?utm_source=ig_web_copy_link[/insta]
আরও পড়ুন: চার হাত, চার পা নিয়ে জন্মানো একরত্তি মেয়েকে নতুন জীবন দিলেন সোনু সুদ
চোখ ভর্তি জল নিয়ে সায়রা বানু এদিন জানান, এই ধরণের অনুষ্ঠানে আসলে তাঁর দিলীপ কুমারের কথা আরও বেশি করে মনে পড়ে যায়। সেই জন্যই তিনি আসতে চান না। তিনি আরও জানান, দিলীপ সাহাব এই হিন্দুস্তানের কোহিনুর। তাই একজন কোহিনুর ভারত রত্ন সম্মান পাওয়ারই যোগ্য। তিনি স্মৃতিতে নয়, আজও তাঁর পাশে আছেন। আর এটাই তাঁর বিশ্বাস যে তাঁর প্রতিটি পদক্ষেপে তিনি তাঁর পাশে হাঁটবেন। তাই তাঁর কখনও মনে হয় না যে তিনি নেই। যতদিন তিনি বাঁচবেন তিনি তাঁর সঙ্গী হয়েই থাকবেন।
+ There are no comments
Add yours