মাধ্যম নিউজ ডেস্ক: ১) প্রগতি স্কলারশিপ: শুধুমাত্র ছাত্রীরাই এই স্কলারশিপের সুবিধা পাবে। All India Council for Technical Education (AICTE) অনুমোদিত যে কোন কলেজে ,ডিগ্রি কোর্সে ভর্তি হলেই এই স্কলারশিপের আবেদন করা যায়। পারিবারিক বাৎসরিক রোজগার ৮ লাখ টাকার বেশী হওয়া চলবে না। এই স্কলারশিপের মাধ্যমে, পড়াশোনা চলাকালীন ছাত্রীদের প্রতিবছর ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। প্রতিবছর ৫০০০ জন এই স্কলারশিপ পায়। টেকনিক্যাল কোর্সে যারা ল্যাটারাল এন্ট্রি নেবে তারাও স্কলারশিপ পাওয়ার যোগ্য।
আরও পড়ুন: ভোট লুঠ চলবে না, লাঠির জবাব লাঠিতে দিন! তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর
২) সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ এন্ড ইউনিভার্সিটি: উচ্চমাধ্যমিক বা তার সমতুল পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হয়। যে কোনও প্রফেশনাল কোর্সে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা পেতে পারেন। এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক বা তার সমতুল যে কোন পরীক্ষায় ৮০% নম্বর থাকতে হবে। প্রতিবছর ৮২০০০ জন ছাত্র-ছাত্রী এই স্কলারশিপ পান। ডিপ্লোমা বা ডিসটেন্স মোডে পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এর সুবিধা পাবেন না। এই স্কলারশিপ এর সুবিধা পেতে পারিবারিক বাৎসরিক আয় অবশ্যই ৪.৫ লক্ষ টাকার নীচে থাকতে হবে।
আরও পড়ুন: স্থায়ী আমানতে এই চার ব্যাঙ্কে সুদের হার বেড়েছে ৭ শতাংশেরও বেশি, জানেন?
৩) পিজি ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড: ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পাঠরতা ছাত্রীরা এই স্কলারশিপ এর সুবিধা পেতে পারেন। স্কলারশিপে আবেদনের জন্য বয়স হতে হবে ৩০ বছরের নিচে। ডিসটেন্স মোডে যারা স্নাতকোত্তরে পড়াশোনা করছেন, তাঁরা এই স্কলারশিপ পাওয়ার যোগ্য নন। প্রতিবছর ৩০০০ জনকে এই স্কলারশিপ দেওয়া হয়। বছরে ৩৬ হাজার ২০০ টাকা পাওয়া যায় এই স্কলারশিপের মাধ্যমে।
প্রতিটি স্কলারশিপ এর জন্য আবেদন করবেন Scholarships.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করে, ৩০ শে নভেম্বর ২০২২ এর মধ্যে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours