মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তানের (Ind Vs Pak) ম্যাচ মানেই টানটান উত্তেজনা। চলতি ২০২৩ সালের বিশ্বকাপে (ICC World Cup 2023) শনিবারই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)। এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে দিনকয়েক আগে এনআইএ-র কাছে আসা একটি হুমকি-ইমেলকে। ওই চিঠিতে অবিলম্বে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর মুক্তির দাবি করা হয়েছে। একইসঙ্গে ৫০০ কোটি টাকা দিতে হবে বলেও দাবি করা হয়েছে। চিঠি অনুযায়ী, এটা না করলে প্রধানমন্ত্রীকে হত্যা করা হবে হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশ তথা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম— আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ওই ইমেলে। এসমস্ত কারণেই নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Ind Vs Pak)।
১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন
জানা গিয়েছে, ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন শনিবারের ম্যাচে। এর পাশাপাশি থাকছে বম্ব স্কোয়াডও। ভারত পাকিস্তান (Ind Vs Pak) ম্যাচকে ঘিরে আমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলছেন, ‘‘গত কুড়ি বছরে আহমেদাবাদে কোনও ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে হিংসা বা দাঙ্গা হয়নি। তবু শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তাকর্মী মোতায়ন করা হবে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৭ হাজার পুলিশ কর্মী এবং ৪ হাজার হোমগার্ড। এছাড়াও বোম্ব স্কোয়াডের ন'টি দলকে তৈরি রাখা হবে বলে জানা গিয়েছে। চারজন আইপিএস অফিসার এই গোটা নিরাপত্তা ব্যবস্থাকে তদারকি করবেন। থাকবেন ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক।
কোন বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে?
পুলিশ কমিশনার জানান, ত্রিস্তরীয় নিরারত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি, যে কোনও অপ্রীতিকর পরস্থিতি এড়াতে তিনটে ‘হিট টিম’ও তৈরি রাখা হবে। থাকবে এনএসজির অ্যান্টি ড্রোন টিম। স্টেট রিজার্ভ পুলিশের ১৩টা সংস্থার পাশাপাশি ব়্যাপিড অ্যাকশন ফোর্সও থাকবে। ব়্যাফ কড়া নজর রাখবে স্পর্শকাতর এলাকায়। শনিবারের ম্যাচের আগেই তাঁরা দখল নিয়ে নেবেন শহর ও স্টেডিয়ামের।
থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরও
নিরাপত্তার পাশাপাশি থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরও। সাধারণভাবে যে কোনও ক্রিকেট ম্যাচকে (Ind Vs Pak) ঘিরে এমন নিরাপত্তার ব্যবস্থা নজিরবিহীন। বোম স্কোয়াড, নিরাপত্তা রক্ষী মোতায়েন দেখে যে কোনও জনের মনেই হবে যে নিশ্চয়ই কোন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে ভারতে খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা দিতে কোন ফাঁক রাখতে চাইছে না বিসিসিআই।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours