Womens T20 world Cup: মহিলা টি২০ বিশ্বকাপে আজ অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন খেলা?

India vs New Zealand: মহিলাদের টি-20 বিশ্বকাপে আজ ভারতের সামনে নিউজিল্যান্ড, শুভেচ্ছা রোহিত-গিলদের
GY5Q9wsWcAAdRbC
GY5Q9wsWcAAdRbC

মাধ্যম নিউজ ডেস্ক: মহিলাদের টি-20 বিশ্বকাপে শুক্রবার যাত্রা শুরু ভারতের। এখনও পর্যন্ত একবারও সংক্ষিপ্ত ফরম্য়াটে ট্রফি জিততে পারেনি ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে হরমনপ্রীতদের সামনে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের নবম আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে (UAE)।  মরু শহর থেকে কাপ আনতে বদ্ধ পরিকর ভারত।

রোহিতদের শুভেচ্ছা

এখনও ভারত এই টুর্নামেন্টে একবারই ফাইনালে পৌঁছেছিল। ২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৫ রানে হেরে যায় ভারত। পুরুষদের দল চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন যে মহিলারা তাদের পুরুষ সতীর্থদের মতোই এবারে বিশ্বকাপ জিতবে। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটেছে রোহিতদের হাত ধরে। হরমনপ্রীতদের কাছে এবার ২-এ ২ করার সুযোগ। অর্থাৎ একই বছরে দুটি বিশ্বকাপ। তার জন্য শুভেচ্ছা জানালেন পুরুষদের ক্রিকেট দলের অধিনায়ক। সোশাল মিডিয়ায় রোহিত লিখেছেন, “চলো, এবার পুরো ভক্ত হয়ে বিশ্বকাপে মহিলাদের দলকে সমর্থন করো।” উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ লিখেছেন, “বিশ্বকাপে মহিলাদের ক্রিকেট দলকে আমার শুভেচ্ছা জানাই। তোমাদের উপর ভরসা রাখছি।” শুভমান গিল লিখেছেন, “মহিলাদের অসাধারণ দলকে বিশ্বকাপের জন্য বেস্ট অফ লাক। তোমাদের পরিশ্রম ও আবেগ লক্ষ-লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। বিশ্বকাপে আলো ছড়িয়ে এসো। আমরা তোমাদের সঙ্গে আছি।”

কবে কবে ভারতের ম্যাচ?

৪ অক্টোবর- প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড (সন্ধে সাড়ে ৭টা)
৬ অক্টোবর- প্রতিপক্ষ পাকিস্তান (সাড়ে ৩টে থেকে)
৯ অক্টোবর- প্রতিপক্ষ শ্রীলঙ্কা (সন্ধে সাড়ে ৭টা)
১৩ অক্টোবর- প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (সন্ধে সাড়ে ৭টা)

আরও পড়ুন: রবিবার ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচ বাতিলের দাবি, গোয়ালিয়রে বন‍্‍ধ ডাকল হিন্দু মহাসভা

ম্যাচ এর নানা কথা

কোথায় দেখা যাবে ম্যাচ: ভারতে বিশ্বকাপের ম্যাচের টেলিভিশন সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে৷ অন্যদিকে ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার অ্যাপে৷

ভারতের গ্রুপে কারা: বিশ্বকাপে পুল এ'তে রয়েছে হরমনপ্রীত কৌরের ভারত৷ সেখানে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা৷

ভারতীয় স্কোয়াড: হরমনপ্রীত (অধিনায়ক), স্মৃতি, শেফালি, দীপ্তি, জেমিমা, রিচা, যস্তিকা, পূজা, অরুন্ধতী, রেণুকা, দয়ালান, আশা, রাধা, শ্রেয়াঙ্কা, সাজানা৷

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles