মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ ইউজারদের সুবিধার কথা ভেবে ফের নিয়ে এসেছে নয়া ফিচার (WhatsApp New Features)। যার নাম কম্প্যানিয়ন মোড (Companion Mode)। এই ফিচারের সাহায্যে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। শোনা গিয়েছে, ইতিমধ্যেই নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo সম্প্রতি জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই কম্প্যানিয়ন মোড নিয়ে কাজকর্ম শুরুও হয়ে গিয়েছে।
এই ফিচারের কী কী সুবিধা?
বর্তমানে হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট চারটি ডিভাইসে লিঙ্ক করার সুবিধা রয়েছে। অর্থাৎ ইউজাররা মোবাইলের পাশাপাশি অন্য একটি ল্যাপটপ বা ট্যাবলেটেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এখন একটি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট মাত্র একটি ফোনেই খোলা যায়। কিন্তু কম্প্যানিয়ন মোড ফিচারটি আসলে আপনারা একটি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট দুটো ফোন থেকে খুলতে পারবেন। যদিও হোয়াটসঅ্যাপ ক্লোনিং- এর মাধ্যমে একটি ফোনে আপনি দুটো আলাদা ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে ব্যবহার করতে পারেন। তবে এই ফিচার আসলে ইউজারদের সুবিধাই হবে বলে মনে করেছেন মেটা কর্তৃপক্ষ (WhatsApp New Features)।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে 'ডু নট ডিস্টার্ব' মোড, মিস হবে না একটি কলও
এই ফিচারের বিশেষত্বই হল যে এই সব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য ইউজার তাঁর একটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন। আবার যখন অন্য ফোন দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটি খুলবেন, তখন দ্বিতীয় ফোনটিতে একাই আগের সব মেসেজ, ভিডিও যাবতীয় তথ্য সিঙ্ক বা আপডেট হয়ে যাবে। এই ফিচার চলে আসলে আপনাকে ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবের উপর নির্ভর হতে হবে না। কারণ এরপর থেকে একই অ্যাকাউন্ট অন্য ফোনেও ব্যবহার করা যাবে (WhatsApp New Features)।
অনুমান করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের কম্প্যানিয়ন মোড সব ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তবে কবে এই ফিচার সব ইউজারের জন্য চালু হবে তার নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। অন্যদিকে, হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রামে ইতিমধ্যেই এই ফিচার রয়েছে। আর এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ফিচার (WhatsApp New Features)।
আরও পড়ুন: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours