Weather Forecast: চড়ল তাপমাত্রার পারদ, শিবরাত্রির আগেই বিদায় শীত

বৃহস্পতি এবং শুক্রবারই কার্যত শেষবারের মতো হালকা শীতের আমেজ থাকবে শহরে।
weather_(1)
weather_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল আরও নেমেছিল তাপমাত্রার পারদ (Weather Forecast)। মঙ্গলবারের চেয়ে বুধবার আরও কমেছে উষ্ণতা। আপাতত আরও দুদিন থাকছে ঠাণ্ডা। বুধবার সকালে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা মঙ্গলবারের থেকে কিছুটা কম থেকেছে। বিদায় বেলায় শেষ কামড়। তবে আর মাত্র দুদিনই। এ দফায় এখানেই দাড়ি টানছে শীত। বৃহস্পতিবার থেকেই হুহু করে বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়ালস, স্বাভাবিকের ২ ডিগ্রি কম। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। শনিবার থেকে তা হু হু করে বাড়তে শুরু করবে বলেই জানা যাচ্ছে।

শীতের বিদায় বেলায় পরিষ্কার থাকবে আকাশ। বৃহস্পতি এবং শুক্রবারই কার্যত শেষবারের মতো হালকা শীতের (Weather Forecast) আমেজ থাকবে শহরে। শনিবার থেকে শীতের আমেজ উধাও হবে। এরপরই বসন্ত জাগ্রত দ্বারে। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ২৮ থেকে ৯৩ শতাংশ। শনিবার নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় অন্তত পাঁচ ডিগ্রি বেড়ে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে বলেই পূর্বাভাস।

উত্তরবঙ্গে থাকবে কুয়াশা 
 
উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন (Weather Forecast)। পাহাড়ি এলাকাতেই মূলত এই কুয়াশার দাপট থাকবে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঊর্ধ্বমুখী হবে পারদ। দিন ও রাতের দুটো তাপমাত্রাই বাড়তে শুরু করবে।

আরও পড়ুন: ‘অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি’! নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল  

কলকাতা থেকে শীত হাওয়া হলেও, পার্শ্ববর্তী জেলাগুলি বা পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে ঠাণ্ডার আমেজ (Weather Forecast) পাওয়া যাবে। উত্তরবঙ্গের আবহাওয়ায় আরও বেশ কিছুদিন শীত শীত ভাব থাকবে। বরাবরই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ থেকে শীত দেরিতে বিদায় নেয়। এবারও তার অন্যথা হবে না। মাঝ ফেব্রুয়ারিতে এসেও উত্তরবঙ্গের বহু জায়গায় এখনো তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু জেলায় ভোরের দিকে কুয়াশা দেখা যাবে।

আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমার আকাশ পরিষ্কার (Weather Forecast) থাকবে। সকালে শীতের আমেজও ধীরে ধীরে আর থাকবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে উষ্ণতা। শনিবারের পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে থাকবে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা আর নেই।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles