Weather Update: জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে! আজ মরশুমের শীতলতম দিন, ভোরে কুয়াশার দাপট শহরজুড়ে

বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস
winters
winters

মাধ্যম নিউজ ডেস্ক: হাড় কাঁপুনি ঠান্ডাকে সঙ্গী করেই আজ ঘুম ভাঙল কলকাতার। শীতের চাদর সরিয়ে সূর্য মামা মুখ দেখালেও তার তাপ গায়ে লাগল না। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। ভোরে কুয়াশার দাপট শহরজুড়ে। যদিও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্য প্রবাহের পূর্বাভাস

উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। সপ্তাহান্তে ঝাড়খণ্ড লাগোয়া রাজ্যের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী সপ্তাহের গোড়ায় ফের উর্ধ্বমুখী হবে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা গতি হারাবে। তাতে শীতের আমেজে ভাঁটা পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত যা পূর্বাভাস, তাতে আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। 

আরও পড়ুন: ‘এমন ঘটনা ঘটলে রেলমন্ত্রক হয়তো অন্য কিছু ভাববে’, বন্দে ভারতে পাথর প্রসঙ্গে বললেন সুকান্ত  

উত্তরবঙ্গে ঘন কুয়াশা 

আবহাওয়া দফতর সূত্রে খবর, জাঁকিয়ে শীতের স্পেল শুরু হয়েছে। চলবে রবিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত কনকনে ঠান্ডা জেলায় জেলায়। আগামী দুই-তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে সকালের দিকে কুয়াশার চাদর দেখা যাবে। ফলে দূরপাল্লার ট্রেনগুলি খানিক দেরিতে চলার সম্ভাবনা থাকছে। এদিকে জাকিয়ে নেমছে ডুয়ার্সেও। তাপমাত্রা পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। ঠান্ডায় রীতিমত  জুবুথুবু অবস্থা ডুয়ার্সবাসীর। ঘন কুয়াশায় ঢেকেছে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক। শুধু কুয়াশা নয় দোসর হয়েছে শীতল বাতাস। ঠান্ডা থেকে বাঁচতে মানুষ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতার ছোঁয়া নিচ্ছে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সামান্য দূরে থাকা বস্তুকে খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে না। যার ফলে সমস্ত গাড়ি মোটর বাইক গুলিকে লাইট জ্বালিয়েও সকাল বেলা চলতে হচ্ছে সড়কে। উত্তরের জেলাগুলির সঙ্গে দক্ষিণের জেলাতেও ভালরকম ঠান্ডার আমেজ। সপ্তাহান্তে শীতের আমেজ থাকবে কলকাতাতেও। আজ দিনের তাপমাত্রাও একলাফে ৩ ডিগ্রি কমেছে। ২১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রার পারদ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles