Weather Update: ৭০ বছরের রেকর্ড ভাঙল তিলোত্তমা! পারদ পৌঁছল ৪৩ ডিগ্রিতে, মেদিনীপুরে ৪৭

রেকর্ড পারদ চড়ল বঙ্গে, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার..
Heatstroke
Heatstroke

মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড পারদ চড়ল কলকাতায় (Weather Update)। গরমে ইতিহাস গড়ল তিলোত্তমা। পারদ পৌঁছল ৪৩ ডিগ্রিতে। মঙ্গলবার নথিভুক্ত হল শহরের উষ্ণতম দিন হিসেবে। এর আগে ১৯৫৪ সালের এপ্রিল মাসে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছিল কলকাতার তাপমাত্রা। সে সময় পারদ ওঠে ৪৩.৩ ডিগ্রিতে। কিন্তু মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে গেল। কলকাতার পারদ উঠল ৪৩.৪৪ ডিগ্রিতে। অর্থাৎ মঙ্গলবার ৭০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে দিল কলকাতা। জেলাগুলির (Weather Update) তাপমাত্রাতেও এদিন রেকর্ড দেখা গেল। মেদিনীপুরে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াসে।

রেকর্ড গড়ল মেদিনীপুর

প্রসঙ্গত, বিগত কয়েক দিন ধরেই জেলার কলাইকুন্ডাতে তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল (Weather Update)। স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রিরও বেশি উঠছিল তাপমাত্রা। তবে মঙ্গলবার সে সমস্ত কিছু রেকর্ড একেবারেই ভেঙে গেল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মেদিনীপুরের তাপমাত্রা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে মঙ্গলবার। প্রসঙ্গত, গতকাল সোমবারে কলকাতা তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালের পর এটি ছিল কলকাতার এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা। তবে মঙ্গলবার তাও ভেঙে গেল।

৩ মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহ

অন্যদিকে ইতিমধ্যে আবহাওয়া দফতর ঘোষণা করেছে, রবিবারের আগে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এর পাশাপাশি আগামী ৩ মে পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহ চলার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। গরমের দাপট থাকবে রাতের বেলাতেও। আগামী তিন চারদিন এমন শুষ্ক আবহাওয়া দেখা যাবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে। অন্য জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা।

কী বলছেন হাওয়া অফিসের অধিকর্তা? 

আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, ‘‘প্রচণ্ড উষ্ণ পশ্চিমি হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায়। প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। তবে এই সপ্তাহে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে (Weather Update) দক্ষিণ দিকে আসবে। তার ফলে সপ্তাহান্তে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles