Weather Update: নিম্নচাপের পূর্বাভাস! অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিতে কবে আসছে বর্ষা?

Rain Fall: ফের তাপপ্রবাহ! সময়ের আগেই বর্ষাগমনের বার্তা দিল মৌসম ভবন
keral-rain
keral-rain

মাধ্যম নিউজ ডেস্ক: সময়ের আগেই বর্ষাগমনের বার্তা দিল মৌসম ভবন। একই সঙ্গে আগুনের হলকা দেওয়ার কথাও জানাল হাওয়া অফিস (Weather Update)। ফের তীব্র গরমে নাভিশ্বাস উঠছে শহরবাসীর। শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা (Heat wave warning) রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম ও অস্বস্তি বাড়বে আগামী দু’দিন। তাপমাত্রা বেশ বাড়বে কলকাতাতেও। সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain Fall) সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মৌসম ভবন ইঙ্গিত দিয়েছে এবার সময়ের আগেই বর্ষা ঢুকে যাবে দেশে। ২৭ মে থেকে ৪ জুনের মধ্যে বর্ষা ঢুকতে পারে কেরলে।

তাপপ্রবাহের সতর্কতা

আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রাও। তবে সোমবার থেকে বৃষ্টি (Rain Fall) শুরু হলে তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে সাধারণ মানুষ। তার আগে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গেও গরমের দাপট শুরু হয়েছে। পার্বত্য এলাকাতেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটা বেশি।  গরম ও অস্বস্তি ভোগাবে পাহাড়কেও। দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বৃষ্টি চললেও গরমের গুমোট ভাব থাকবে। 

সাইক্লোনের সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)সূত্রে খবর, আগামী ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী সাতদিনে তা আরও বেশি শক্তিশালী হবে। তবে সেটি কতটা শক্তিশালী হবে বা আদৌ সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতি দেখেই বোঝা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বর্ষার আগমন

আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস,  ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে ৩১ শে মে ঢুকবে মৌসুমী বায়ু। আগাম বর্ষা (Rain Fall) হবে আন্দামানেও। মৌসম ভবন সূত্রে খবর, এরফলে সব জায়গাতেই সামান্য আগেই হবে বর্ষার পদার্পণ। আবহাওয়ার বিভিন্ন মডেল আবহাওয়াবিদরা জানাচ্ছে, আগামী ১৯ শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles