Weather Update: আকাশ ভেঙে শহরে নামল বৃষ্টি! ৩ জেলায় কমলা সতর্কতা হাওয়া অফিসের

Rain Fall: দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভিজবে উত্তরের জেলাও
1632695275_27metgbrain2_5col
1632695275_27metgbrain2_5col

মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা, বেলা দশটা বাজতেই কালো করে এল শহরের আকাশ। দুপুরেই বিকেলের অন্ধকার। ১১টা বাজতেই বৃষ্টি নামল উত্তর থেকে দক্ষিণ শহর ও তার আশপাশে। সপ্তাহের প্রথম দিন অফিসে ঠোকার আগেই ভিজল (Rain Fall) কলকাতাবাসী। সোম ও মঙ্গলবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর (Weather Update)। সেই  মতোই আকাশ ভেঙে নামল বৃষ্টি। ভোটের লাইন ছেড়ে পালালেন ভোটাররা। ছত্রাকার পরিস্থিতি চোখ পড়ল ব্যারাকপুর এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের একাধিক বুথে।

দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু এলাকায় আকাশ অন্ধকার করে মেঘ জমেছে। বৃষ্টিও শুরু হয়েছে মধ্য কলকাতা-সহ শহরের বিভিন্ন অংশে। তবে হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণের পাঁচ জেলায় বজ্রগর্ভ মেঘের ব্যাপারেও সতর্ক করেছেন আবহবিদেরা। ভোটদানের সময়ের মধ্যেই তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। আবহাওয়া দফতরের (Weather Update) রিপোর্ট অনুসারে, তিন জেলাতেই দাপটে বৃষ্টি হবে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে বইবে দমকা হাওয়া। আবহাওয়া দফতর ইতিমধ্যেই এই ৩ জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। মৌসম ভবনের পূর্বাভাস, নির্ধারিত সময়ের ৩ দিন আগে ২২ মে বর্ষা ঢুকছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে। কেরালাতেও নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। তবে এই বৃষ্টি বর্ষার নয়। বুধবারের পর থেকেই বৃষ্টির দাপট কমে ফের গরম বাড়বে শহরে।

আরও পড়ুন: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফে কবে কার সঙ্গে কার খেলা?

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের ক্ষেত্রেও সোমবার এবং মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain Fall) হতে পারে। কোথাও হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। কোথাও বেগ বৃদ্ধি পেয়ে হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারও। এই দু’দিনে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles