WhatsApp: নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে পাঠানো যায় মেসেজ? জেনে নিন পদ্ধতি

হোয়াটসঅ্যাপের এই ফিচার সম্পর্কে জানেন কি?
1004016-whatsapp-reuters
1004016-whatsapp-reuters

মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp), মেসেজিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি অন্যতম জনপ্রিয় অ্যাপ। মেটা (Meta) মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা সাধারণ মানুষকে আকর্ষণ করার জন্য এবং ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। নতুন আপডেটগুলো দেওয়ায় ব্যবহারকারীরাও খুশী।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন 'ভয়েস নোট', নতুন ফিচার লঞ্চ সংস্থার

তবে আজ কোনও নতুন আপডেটের বিষয়ে বলা হবে না। আজ আলোচনা করা হবে হোয়াটসঅ্যাপের কিছু ট্রিকস বা টোটকা নিয়ে। আপনারা সবাই জানেন হোয়াটসঅ্যাপে কাউকে কিছু মেসেজ করতে গেলে প্রথমে নম্বরটিকে ফোনে সেভ করতে হয়। তারপরেই সেই নম্বরে কিছু পাঠানো যায়। কিন্তু জানেন কি এই কাজ না করেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করা সম্ভব? নম্বর সেভ না করেই কীভাবে কাউকে মেসেজ করবেন তার পদ্ধতি জেনে নিন। এই পদ্ধতিটির নাম ক্লিক-টু-চ্যাট ফিচার (Click-to-Chat Feature)। কিন্তু এই ফিচারটি সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে করা যায় না।

  • তার জন্যে প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে।
  • ব্রাউজারে https://wa.me/<number> এই লিঙ্কটি দিতে হবে, এবং নম্বরের জায়গায় যে নম্বরে মেসেজ পাঠাবেন সেই নম্বরটি টাইপ করুন। নম্বরের আগে দিতে হবে সেই দেশের কোড। যেমন- ভারতের কোড ৯১। অর্থাৎ ভারতের যে কোন নম্বরের আগে ৯১ টাইপ করে তার পরে নম্বর টাইপ করতে হবে। যেমন https://wa.me/91XXXXXXXXXX)।
  • এই ইউআরএল খোলার পরে হোয়াটসঅ্যাপ খুলে যাবে।
  • এরপর continue to chat বাটন দেখা যাবে।
  • তারপরে এই বাটনে ক্লিক করলে টাইপ করা নম্বরের সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন।

আরও পড়ুন: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

হোয়াটসঅ্যাপের এই ফিচার ছাড়াও অনেক থার্ড পার্টি ওয়েবসাইট SendWhatsappMsg.com, Nocontact, Easy Message রয়েছে। আবার একাধিক থার্ড পার্টি অ্যাপও রয়েছে। এর মধ্যে অন্যতম WhatsDirect, Click to Chat ইত্যাদি। এই অ্যাপ ব্যবহার করেও একই কাজ করা সম্ভব। যে নম্বরে চ্যাট শুরু করতে চান সেই নম্বর এই অ্যাপে এন্টার করে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট শুরু করতে পারবেন।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles