Viswanathan Anand: ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে নরওয়ে প্রতিযোগিতার শীর্ষে বিশ্বনাথন আনন্দ

৫০ তম চালে নিজের জয় সুনিশ্চিত করেন আনন্দ।
Viswanathan_Anand_1200x768
Viswanathan_Anand_1200x768

মাধ্যম নিউজ ডেস্ক: নরওয়ে দাবা টুর্নামেন্টে (Norway Chess tournament) ক্লাসিক্যাল বিভাগের পঞ্চম রাউন্ডে ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে শীর্ষস্থানে উঠে এলেন ভারতীয় কিংবদন্তি দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)।

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দাবাপ্রেমীদের মধ্যে এই ম্যাচ নিয়ে এক  উত্তেজনার সৃষ্টি হয়েছিল।  ক্লাসিক্যাল বিভাগের আগে  ব্লিটজ ইভেন্টে (Blitz event) নরওয়েজিয়ান সুপারস্টারকে পরাজিত করেন আনন্দ এবং ম্যাচে ৪০-এ ড্র হওয়ার পর আর্মাগেডনে জয়লাভ করেন তিনি। “সাডেন ডেথ” চলাকালীন ৫০ তম চালে নিজের জয় সুনিশ্চিত করেন ৫২ বছর বয়সী আনন্দ। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন তিনি। মাত্র ০.৫ পয়েন্টেই পিছিয়ে রয়েছেন কার্লসেন। তবে প্রতিযোগিতায় এখনও আরও ৪টি গেম বাকি।

আরও পড়ুন: ডাচ গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে অনলাইন দাবা প্রতিযোগিতার ফাইনালে ভারতের 'বিস্ময় বালক' প্রজ্ঞানন্দ

আনন্দ চতুর্থ রাউন্ডে প্রবেশ করার আগে ফ্রান্সের ম্যাক্সিমে ভাচিয়ার-লাগ্রাভ ( Maxime Vachier-Lagrave), বুলগেরিয়ার ভেসেলিন টোপালভ (Veselin Topalov) এবং চিনের হাও ওয়াং (Hao Wang)-কে পরাজিত করেছিলেন। কিন্তু চতুর্থ রাউন্ডে  আমেরিকার ওয়েসলির (Wesley) সামনে ধাক্কা খেতে হয়। তারপর সোমবার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ফের জয় ছিনিয়ে নিলেন আনন্দ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেও, কার্লসেন ৯.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। শাখরিয়ার মামেদিয়ারভ (Shakhriyar Mamedyarov) (আজারবাইজান) ৮.৫ পয়েন্টের সাথে তৃতীয় স্থানে রয়েছেন, যিনি আগে ব্লিটজ বিভাগে জয়লাভ করেছিলেন।

আরও পড়ুন: 'পাহাড়ি' পিয়ালীর জন্য পথে চন্দননগর

অন্যান্য ম্যাচে ভাশিয়ার-লাগ্রাভ হারান ভেসেলিন টোপালভকে। পঞ্চম রাউন্ডে অনীশ গিরি (নেদারল্যান্ডস) তৈমুর রাদজাবভ( Teimour Radjabov)-কে (আজারবাইজান)হারান ও নরওয়ের আরিয়ান তারি, হাও ওয়াংয়ের বিরুদ্ধে জয়লাভ করেন। নরওয়ে দাবা টুর্নামেন্টের ক্লাসিক্যাল খেলায় ড্র আসায় খেলোয়াড়রা আর্মাগেডনে ‘সাডেন ডেথে’ অংশ নিয়েছে।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles