মাধ্যম নিউজ ডেস্ক: শেষ চারটি ম্যাচে তিনটে সেঞ্চুরি! জীবনের সেরা ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ৫০ ওভারে ভারত করে ৩৯০ রান, জবাবে মাত্র ২২ ওভার খেলে শ্রীলঙ্কা মাত্র ৭৩ রানই করতে সমর্থ হয়। এদিন ত্রিবান্দ্রমে লঙ্কা বধের সঙ্গেই প্রবেশ করলেন বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের গোত্রে।
আরও পড়ুন: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান
শ্রীলঙ্কার একসময়ের তারকা ব্যাটসম্যান মহেলা জয়বর্ধনেকে পিছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ রান করা খেলোয়ারদের তালিকায় বিরাট কোহলি প্রবেশ করলেন।
আরও পড়ুন: রাজ্য ও লোকসভা নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজবাদী পার্টি, সাফ জানালেন মায়াবতী
ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে রানের দিক থেকে বিরাট কোহলির (Virat Kohli) স্থান হল পঞ্চম। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।
আরও পড়ুন: স্পেনকে ২-০ গোলে হারিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
রবিবার ত্রিবান্দ্রমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ৬২ রান করতেই এই রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি (Virat Kohli)। জয়বর্ধনের স্থান এখন ষষ্ঠ।
আরও পড়ুন: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?
বিরাটের (Virat Kohli) আগে এখন আর কে কে রয়েছেন
আজকের ম্যাচের শুরুতে বিরাট কোহলির (Virat Kohli) রান ছিল ১২,৫৮৮ অপরদিকে শ্রীলঙ্কার জয়বর্ধনে পঞ্চম স্থানে ছিলেন ১২৬৫০ রান নিয়ে।
আরও পড়ুন: আগামীকাল থেকে দিল্লিতে চলতে পারে শৈত্য প্রবাহ, জানাচ্ছে মৌসম ভবন
তালিকার শিখরে রয়েছেন সচিন তেন্ডুলকর যাঁর নম্বর ১৮,৪২৬ এরপরে কুমার সঙ্গরকারা আছেন ১৪,২৩৪ রান নিয়ে, তারপর রিকি পন্টিং ১৩,৭০৪ এবং সনৎ জয়সূর্য ১৩,৪৩০ অর্থাৎ বর্তমানে কোহলির (Virat Kohli) সামনে এখন সনৎ জয়সূর্য।
আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours