Virat Kohli: বিরাট-শটে ভাঙল দেওয়াল, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে গম্ভীর-ক্লাসে ক্রিকেটাররা

India vs Bangladesh: লাল-বলের অনুশীলনে দুরন্ত কোহলি, দীর্ঘ সময়ের পর টেস্টে বিরাট-প্রত্যাবর্তন...
parliament_-_2024-09-16T103504708
parliament_-_2024-09-16T103504708

মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ সময় পর লাল-বলের ক্রিকেট খেলতে নামছে ভারতীয় দল। ১৯ সেপ্টেম্বর থেকে চিপকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজ। জাতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপের নিরিখেও রোহিতদের কাছে গুরুত্বপূর্ণ এই সিরিজ। তাই কঠোর অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। চিপক স্টেডিয়ামে গম্ভীরের তত্ত্বাবধানে অনুশীলন করছেন রোহিত শর্মারা। রবিবার হঠাতই সেই স্টেডিয়ামের দেওয়াল ভাঙলেন বিরাট কোহলি। তাঁর মারা বল লেগে স্টেডিয়ামের দেওয়ালে গর্ত হয়ে গেল।

বিধ্বংসী মেজাজে বিরাট

চিপকে প্র্যাক্টিস সেশনে বিধ্বংসী মেজাজে বিরাট কোহলি। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে খেলতে পারেননি বিরাট। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শেষ বার টেস্ট খেলেছিলেন বিরাট কোহলি। স্বাভাবিক ভাবেই তাঁর দিকে বাড়তি নজর। দীর্ঘদিন পর লাল-বলে ফেরাটা দুর্দান্তই করতে চান কিং কোহলি। রবিবার চিপকের প্র্যাক্টিসে বিরাটের ব্যাটে ঝড় দেখা গেল। তাঁর মারা ছয়ে দেওয়ালে গর্তও হল। সেই ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। বিরাটের এই রূপ যে বাংলাদেশ বোলারদের চাপে রাখবে বলাই যায়।

গম্ভীর আলোচনা

এই সিরিজে নতুন রূপে ফিরতে চান বিরাট। এদিন শুধু যে বিধ্বংসী ব্যাটিংই করছেন তা নয়, ভালো ডেলিভারি সম্মান দিয়ে ছেড়েও দিয়েছেন কোহলি। তিনি এখন অনেক পরিণত-ধীর-স্থির লক্ষ্যে অবিচল। এদিন কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও দীর্ঘ আলোচনা করতে দেখা যায় কোহলিকে। জাতীয় দলের কোচ হিসেবে প্রথম টেস্ট ম্যাচ জিততে চান গম্ভীরও। ক্রিকেটারদের সেই পরামর্শও দিলেন তিনি। এদিন নেটে দলের প্রতিটি ক্রিকেটারের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় গৌতিকে।

আরও পড়ুন: সর্বকালের সর্বোচ্চ পদক! শূন্য থেকে ২৯, স্বপ্নপূরণ ভারতীয় প্যারাথলিটদের

সতর্ক শাকিবরা

পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও টেস্ট জিততে পারেনি তারা। প্রথম বার পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর পর সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্রিকেটারদের পুরস্কৃত করেছে। যা ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে শাকিব আল হাসানদের উৎসাহিত করবে। তবে, ভারত আর পাকিস্তান যে কোনও ক্ষেত্রেই সমান নয় তা জানে বিশ্ব। তাই রোহিতদের বিরুদ্ধে সতর্ক শাকিবরাও। 

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles