মাধ্যম নিউজ ডেস্ক: এটা নিয়ে রাজনীতি করবেন না। এটা কুস্তিগীরদের লড়াই। "আমরা যেমন কুস্তির আখড়ায় লড়তে পারি। তেমনই নিজেদের মান-সম্মানের লড়াইটাও লড়তে জানি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ কিন্তু দয়া করে এটা নিয়ে রাজনীতি করবেন না।" সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাতকে বললেনঅলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া (Wrestler Bajrang Punia)। কুস্তি ফেডারেশনের (WFI) প্রেসিডেন্ট ও কয়েকজন কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে নয়াদিল্লির (Delhi) যন্তরমন্তরে (Jantar Mantar) ধর্ণা দিচ্ছেন প্রতিবাদী কুস্তিগীররা (wrestlers' protest)। বৃহস্পতিবার সেখানে গিয়েছিলেন বৃন্দা কারাত। স্টেজে (stage) ওঠায় সেখান থেকে নামিয়ে দেওয়া হল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাতকে। এমনকী তাঁকে মাইক নিয়ে কোনও কথাও বলতে দেওয়া হয়নি। তাঁকে পরিষ্কার বলা হয় এটা কুস্তিগীরদের প্রতিবাদ মঞ্চ। এখানে রাজনৈতিক নেতানেত্রীদের কোনও জায়গা নেই।
একজোট কুস্তিগীররা
মহিলা কুস্তিগীরদের দিনের পর দিন ধরে যৌন হেনস্তা করেছেন জাতীয় কোচ ও ফেডারেশনের কর্তারা অভিযোগ কুস্তিগীরদের। বুধবার এই অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেছেন কুস্তিগিররা। সেখানে শামিল হয়েছেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক (Sakshee Malikkh), যোগেশ্বর দত্ত (Yogeshwar Dutt), বজরং পুনিয়ার (Bajrang Punia) মতো কুস্তিগিররাও। যৌন হেনস্তার পাশাপাশি কুস্তিগিরদের উপর মানসিক নির্যাতন চালানোরও অভিযোগ আনা হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট (WFI) ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী এই কুস্তিগীর বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন।
আরও পড়ুন: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান
কথা বললেন ববিতা ফোগাট
আজ যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্নার দ্বিতীয় দিন ছিল। সরকারের তরফে ধর্না মঞ্চে বিক্ষোভেরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একসময়ের সতীর্থ, তিন বারের কমনওয়েলথ পদকজয়ী এবং বর্তমানে বিজেপি নেত্রী ববিতা ফোগাট। দঙ্গল খ্যাত ববিতা বলেছেন, সরকারের তরফে বিক্ষোভকারীদের জন্য বার্তা নিয়ে এসেছেন তিনি। তাঁদের সব দাবি পূরণ করা হবে। তিনি বলেন, “আমি প্রথমে একজন কুস্তিগীর তারপর রাজনীতিবিদ। ওদের ব্যথাটা খুব ভালো বুঝি। দেশের কুস্তিগীররা যে দাবি তুলেছেন তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব।” বর্তমান কুস্তি ফেডারেশনকে ভেঙে দিয়ে নতুন করে গড়ার দাবিও তুলেছেন বজরং, অংশু মালিক, ভিনেশরা। ১৮ জানুয়ারি থেকে লখনৌতে জাতীয় কুস্তি শিবির হওয়ার কথা ছিল। বিক্ষোভের কারণে তা আপাতত বন্ধ।
জবাব তলব
এদিনই কয়েকজন কুস্তিগীর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে গিয়েছেন তাঁদের অভিযোগের বিষয়ে জানাতে। তারপরই কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক ৭২ ঘণ্টার মধ্যে ভারতের কুস্তি ফেডারেশনের জবাবদিহি তলব করেছে। ফেডারেশন সেই নির্দেশ অমান্য করলে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রক ২০১১ সালের ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কোড অনুযায়ী পদক্ষেপ করবে। ক্রীড়ামন্ত্রক সূত্রে খবর, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করলেও কুস্তিগীরদের চাপে পদত্যাগ করতে চলেছেন ব্রিজভূষণ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours