মাধ্যম নিউজ ডেস্ক: ফের সন্তাসবাদী হামলার কবলে পাকিস্তান (Pakistan)। ১৭ ই ফেব্রুয়ারি করাচিতে পুলিশের দফতরে জঙ্গি এবং পুলিশের মধ্যে গুলির লড়াই হয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের। প্রায় চার ঘণ্টা চলে এই লড়াই।
করাচি পুলিশে দাবি, গুলির লড়াইয়ে তিনজন জঙ্গি এবং চারজন পুলিশকর্মীর (Pakistan) মৃত্যু হয়েছে। এছাড়া মারাত্মকভাবে জখম হয়েছেন ১৪ জন পুলিশ। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান জঙ্গি গোষ্ঠী। এবার এই বিষয়ে পাকিস্তানকেই দায়ী করে ক্ষোভ উগরে দিলেন ভেঙ্কটেশ প্রকাশ। প্রাক্তন এই ভারতীয় পেসারের দাবি, নিজেদের দোষেই এধরনের ঘটনা থেকে কোনওদিনই বেরিয়ে আসতে পারবে না পাকিস্তান। একটি ট্যুইট করে তিনি লেখেন, "জঙ্গিদের পুষলে এই পরিণতিই হয়। তবে সেই সমস্ত মানুষগুলোর জন্য খারাপ লাগছে যারা অসহায় ভাবে প্রাণ হারালেন। এর জন্য দায়ী সে দেশের সরকারই। কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় না।"
When you breed terrorist, this is what will come back. Feel sad for innocent people who lose their lives because the country is unable to have intolerance towards terrorism. #Karachi https://t.co/YteQfvTjNz
— Venkatesh Prasad (@venkateshprasad) February 17, 2023
পাকিস্তান বিরুদ্ধে বারবারই জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ (Pakistan) উঠে এসেছে। যদিও শাহবাজ শরীফের সরকার সেই অভিযোগ অস্বীকার করে এসেছেন। এবার একই অভিযোগে পাকিস্তান সরকারকে অভিযুক্ত করলেন ভেঙ্কটেশ। তার দাবি পাকিস্তানের মাটিতে হওয়া এই ঘটনার দায় পাকিস্তান সরকারেরই।
আরও পড়ুন: ২০২০ সালেই নিক্কিকে বিয়ে করেন সাহিল? দিল্লি হত্যা মামলায় নয়া মোড়
প্রসঙ্গত, এই ঘটনায় নড়েচড়ে বসেছে পাক প্রশাসন। কারণ করাচি (Pakistan) পুলিশের ওই সদর দপ্তর এলাকায় রয়েছে পুলিশের কোয়ার্টারও। সেখানে বহু উচ্চপদস্থ অফিসার পরিবার-সহ বাস করেন। এমন এক হাই প্রোফাইল এলাকা কড়া নিরাপত্তার মধ্যেও এই হামলায় ভয় পেয়েছে পাকিস্তান সরকার।
+ There are no comments
Add yours