মাধ্যম নিউজ ডেস্ক: ফের গুলি হামলার ঘটনা ঘটল আমেরিকায় (US Shooting)। এবার বন্দুকবাজের বয়স মাত্র ছ বছর। স্কুলের ভিতরেই শিক্ষিকাকে গুলি করল ছ বছরের ছাত্র। শুক্রবার আমেরিকার ভার্জিনিয়ায় ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম হয়েছেন ৩o বছরের ওই স্কুলশিক্ষিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজধানী রিচমন্ডের কাছে রিচনেক এলিমেন্টারি স্কুলের এই ঘটনা সামনে আসতেই স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব। ছ বছরের ওই অভিযুক্ত ছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার ভার্জিনিয়া পুলিশের আধিকারিক স্টিভ ড্রিউ বলেন, "এটি কোনও দুর্ঘটনা নয়। অভিযুক্ত ছাত্র নির্দিষ্ট ভাবে ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।"
কী জানিয়েছে পুলিশ?
রিচনেক এলিমেন্টারি স্কুল (US Shooting) কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে ওই ছাত্রের ব্যবহারে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। স্কুলের প্রিন্সিপাল জর্জ পার্কার বলেন, "আমরা সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছি। স্কুলপড়ুয়ারা যাতে কোনও অবস্থাতেই আগ্নেয়াস্ত্রের নাগাল না পায়, তা আমাদেরই নিশ্চিত করতে হবে।"
আরও পড়ুন: ‘যদি ভোট দিতে না দেয়...’, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের কী নিদান দিলেন শুভেন্দু?
গুরুতর জখম শিক্ষিকাকে (US Shooting) ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিযুক্ত শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ। ছোট্ট শিশুটি কী করে বন্দুক হাতে পেল, কেনই বা গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। গুলি চালানোর ঘটনার পরেই ওই প্রাথমিক স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। মাত্র ছয় বছর বয়সের শিশু কেন শিক্ষিক্ষার উপর গুলি চালাল তা ভাবাচ্ছে মনোবিজ্ঞানীদেরও।
গত কয়েক বছরের বার বার বন্দুকবাজ হামলার (US Shooting) শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। শুধু ২০২১ সালেই মোট ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে গুলিতে। এর মধ্যে বেশিরভাগই খুন। তাছাড়াও রয়েছে দুর্ঘটনা এবং আত্মহত্যা। গত বছরের মে মাসে টেক্সাসে একটি স্কুলে বন্দুকবাজের হামলায় ১৯ জন পড়ুয়া এবং ২ শিক্ষকের মৃত্যু হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিছু প্রদেশে আগ্নেয়াস্ত্র আইনে কড়াকড়ি হলেও, এখনও অন্যান্য প্রদেশে যে কেউ খুব সহজেই কিনে ফেলতে পারেন আগ্নেয়াস্ত্র।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours