Union Budget 2023: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ছাড়, বাজেটে কী কী বললেন নির্মলা?

Union Budget 2023: ডিজিটাল ক্ষেত্রে প্যান কার্ডই মূল পরিচয়পত্র!
sitharaman-2
sitharaman-2

মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি হল মোদি ২.০ সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।

এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী রয়েছে এই বাজেটে—

  • হস্তশিল্পের জন্য নয়া প্রকল্প আনা হচ্ছে। নাম হবে ‘পিএম বিকাশ’। বাজেটে পেশে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এই শিল্পসামগ্রীর বিক্রির ব্যবস্থা করবে সরকার।

  • কৃষক, শিল্প সংস্থা এবং সরকারের মধ্যে মেলবন্ধন থাকবে। ৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিকে কম্পিউটারাইজ়ড করা হবে। কৃষকরা উৎপাদনের সঠিক দাম পাবেন।

  • দেশ জুড়ে ১৫৭টি নতুন নার্সিং কলেজের ঘোষণা নির্মলা সীতারামনের। শিশুশিক্ষায় জোর দিয়ে তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি

  • পশুপালন এবং মৎস্যচাষে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র।

  • প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি বেড়ে হল ৭৯ হাজার কোটি টাকা। ১ লক্ষ প্রাচীন লিপির ডিজিটালকরণ।

  • ২.৪ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ হল রেলের জন্য। জানালেন নির্মলা সীতারামন।

  • একলব্য মডেল আবাসিক স্কুল: আগামী তিন বছরে সাড়ে ৩ লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীর জন্য ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করা হবে। ঘোষণা করলে সীতারামন। যেখানে সাড়ে তিন লক্ষ জনজাতি পড়ুয়া পড়াশোনা করবে। 

আরও পড়ুন: ‘সবার আগে দেশ, সব থেকে আগে দেশবাসী’, বাজেট প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

  • ডিজিটাল ক্ষেত্রে প্যান কার্ডই হবে মূল পরিচয়পত্র। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।

  • রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ আরও এক বছরের জন্য। 

  • মহিলাদের জন্য আনা হল স্বল্পসঞ্চয় প্রকল্প। ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫। নাম ‘মহিলা সম্মানপত্র’। ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই টাকা রাখা যাবে।

  • ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। সেটা করা হল ৩০ লক্ষ টাকা। এ ছাড়া পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রেও বিশেষ ছাড়।

  • আগামী ৩ বছরে ১ কোটি কৃষককে স্বাভাবিক কৃষিকাজে সাহায্য দেব। তটরেখা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদ্যোগ নেওয়া হবে

  • মধ্যবিত্তদের জন্য সুখবর।  বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। আগে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হত না।

  • ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৪৫ হাজার টাকা কর দিতে হবে। ২৫ শতাংশ কমল আয়কর, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা।

  • নতুন ট্যাক্স রেটে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। ৩-৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ আয়কর। ৬-৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ আয়কর। ৯-১২ লক্ষ টাকাতে ১৫ শতাংশ আয়কর। ১২-১৫ লক্ষ টাকাতে ২০ শতাংশ আয়কর। ১৫ লক্ষের বেশিটাকাতে ৩০ শতাংশ আয়কর।
  • বিশেষ নজর জম্মু-কাশ্মীর,লাদাখ ও উত্তর-পূর্ব ভারতে। 

  • ৯.৬ কোটি রান্নার গ্যাসের কানেকশন উজ্জ্বলা যোজনায়।

  • ৫০টি নতুন এয়ারপোর্ট ও হ্যালিপ্যাড তৈরি হবে।

  • কিষাণ ক্রেডিট কার্ডের জন্য বারাদ্দ হল ২০ লক্ষ কোটি টাকা।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles