মাধ্যম নিউজ ডেস্ক: বিনামূল্যে উচ্চশিক্ষা কোর্স করানোর উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা এবং চাইল্ড কেয়ারসহ ২৩,০০০ টিরও বেশি উচ্চ শিক্ষা কোর্স শুক্রবার থেকে ইউজিসির নতুন ওয়েব পোর্টালে বিনামূল্যে পাওয়া যাবে। পোর্টালটির লক্ষ্য দেশের পড়ুয়াদের মধ্যে ডিজিটাল বিভাজন দূর করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে অনলাইনের মাধ্যমে উচ্চ শিক্ষার সুবিধা পৌঁছে দেওয়া। জাতীয় শিক্ষানীতি-২০২০-র দ্বিতীয় বার্ষিকীর অংশ হিসেবে শুক্রবার থেকে পোর্টালটি চালু করা হয়েছে।
ইউজিসি তাদের ৭.৫ লক্ষেরও বেশি কমন সার্ভিস সেন্টার (CSC) এবং স্পেশাল পারপাস ভেইকেল (SPV) কেন্দ্রের সঙ্গে এই ই-রিসোর্সকে সংযুক্ত করতে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) সাথে চুক্তি করেছে যাতে আগামী শিক্ষাবর্ষ থেকে এই কোর্সগুলির সুবিধা নিতে পারেন পড়ুয়ারা।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির
বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার এ বিষয়ে বলেন, "সবার উচ্চ শিক্ষাকে নিশ্চিত করতেই এই প্রয়াস। ইংরেজির পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও করানো হবে এই কোর্স। এই পোর্টালটি সেই উদ্যোগেরই অংশ। "
যে কোর্সগুলি বিনামূল্যে পাওয়া যাবে সেগুলির মধ্যে রয়েছে ২৩,০০০টি স্নাতকোত্তর কোর্স, ১৩৭টি SWAYAM MOOC কোর্স এবং ২৫টি নন-ইঞ্জিনিয়ারিং SWAYAM কোর্স। ইউজিসি পোর্টাল থেকে এই কোর্সগুলি করলে কোনও ফি দিতে হবে না। তবে CSC/SVP-এর পরিষেবা পাওয়ার জন্য, প্রতিদিন ২০ টাকা বা প্রতি মাসে ৫০০ টাকা দিতে হবে বলে জানিয়েছেন এম জগদেশ কুমার।
আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি
এম জগদেশ কুমার আরও বলেন, "মূলত যারা গ্রামীণ এলাকায় থাকে তাঁদের কাছে উচ্চ শিক্ষার সুযোগ পৌঁছে দেবে এই পোর্টাল। এটি অনেকটাই পিএম কিষাণ, আয়ুষ্মান ভারত, ই-শ্রম, প্যান কার্ড, প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধন যোজনার মতো সরকারি অন্যান্য প্রকল্পগুলির মতো এটাও সরকারের একটি প্রকল্প।
+ There are no comments
Add yours