মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প (Trump 2.0)। চার বছর পর ফের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ট্রাম্পের। বুধবার ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন বেশ কয়েকজন স্বনামধন্য ভারতীয় বংশোদ্ভূত (Indian-Americans) আমেরিকানরা। তাঁর প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার অঙ্গীকার করেছেন গুগল সিইও সুন্দর পিচাই, লুইজিয়ানার প্রাক্তন গভর্নর ববি জিন্দাল, দক্ষিণ ক্যারোলাইনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালি।
Congratulations to President @realDonaldTrump on his decisive victory. We are in a golden age of American innovation and are committed to working with his administration to help bring the benefits to everyone. pic.twitter.com/IPX7AJ8VvI
— Sundar Pichai (@sundarpichai) November 6, 2024
সোনালী যুগের সূচনা
ট্রাম্পকে (Trump 2.0) অভিনন্দন জানিয়ে গুগল সিইও সুন্দর পিচাই বলেন, ‘‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর দৃঢ় বিজয়ের জন্য অভিনন্দন। আমরা আমেরিকান উদ্ভাবনের সোনালী যুগে আছি এবং সবাইকে সুবিধা পৌঁছে দিতে তাঁর প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’ দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালি বলেন, ‘‘আমেরিকার জনগণ তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে শক্তিশালী জয়ের জন্য অভিনন্দন। এখন সময় এসেছে আমেরিকার জনগণের একত্রিত হওয়ার, আমাদের দেশটির জন্য প্রার্থনা করার, এবং শান্তিপূর্ণ রূপে ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার।’’
The American people have spoken.
— Nikki Haley (@NikkiHaley) November 6, 2024
Congratulations to President Trump on a strong win. Now, it’s time for the American people to come together, pray for our country, and start the process of a peaceful transition.
That begins with Kamala Harris conceding. You can’t just talk…
দুর্দান্ত দিন
লুইজিয়ানার প্রাক্তন গভর্নর ববি জিন্দাল বলেন, ‘‘কী দুর্দান্ত দিন আমেরিকার জন্য! এক মিনিটের জন্য উদযাপন করি। তারপর শুরু হবে কঠিন কাজ, আমাদের দেশকে আবার ঠিক পথে আনার!’’ ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু বিবেক রামস্বামী বলেন, ‘‘এটি আমেরিকায় নতুন সকাল। এখন চলুন আমরা দেশটিকে বাঁচাই।’’
What a great day for America! Let’s take a moment to celebrate. Then begins the hard work to get our country back on track!
— Gov. Bobby Jindal (@BobbyJindal) November 6, 2024
সুপার ইউএস-ইন্ডিয়া সম্পর্কের সূচনা
আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সংগঠন ‘ইন্ডিয়াসপোরা’র প্রতিষ্ঠাতা এমআর রঙ্গস্বামী বলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পকে (Trump 2.0) অভিনন্দন। আমরা ভারত-আমেরিকা সম্পর্ক আরও জোরদার করব। দুই দেশ নানা কাজে একসাথে নেতৃত্ব দেবে, এর অপেক্ষা করছি।’’ ভারত-আমেরিকা ফ্রেন্ডশিপ কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণা রেড্ডিও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘এটি সুপার ইউএস-ইন্ডিয়া সম্পর্কের সূচনা, একসঙ্গে আমরা আবার পৃথিবীকে নিরাপদ রাখব। ভারতীয়-আমেরিকানরাও (Indian-Americans) এই সফলতার একটি বড় অংশ।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours