মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সাত সকালেই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়র বাড়িতে হানা দেয় ইডি। টানা ২১ ঘণ্টা তল্লাশির পরে গভীর রাতেই গ্রেফতার করা হয় মমতা মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যকে। ইডির হাতে গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের সূত্র ধরেই উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। গতকাল মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চলার সময়ে রাজ্যের বনমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ শানান নন্দীগ্রামের বিধায়ক।
‘‘চোরেদের বাঁচাতে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী’’, বিস্ফোরক শুভেন্দু
গতকাল জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি পৌঁছতেই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে সরব হন মমতা। আক্রমণ করেন বিজেপিকে। বিকেলে এর জবাব দেন শুভেন্দু। বিরোধী দলনেতা নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। বলেন, ‘‘উনি তো এস্টাবলিশড লায়ার। আমি ওনাকে বলব যে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাওয়ার প্রতিবাদে সিজিও কমপ্লেক্সে ধর্নায় বসুন। এর আগে যেভাবে আপনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের জন্য ধর্না এবং ফিরহাদ হাকিমের ও অন্যান্যদের গ্রেফতারের সময় সিজিও কমপ্লেক্সে আইন ভেঙে আন্দোলন করেছিলেন।’’ এখানেই থেমে থাকেননি শুভেন্দু। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে বিরোধী দলনেতা বলেন, ‘‘ওনার যদি মনে হয় রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাউকে হেনস্তা করছে তার জন্য উনি শীর্ষ আদালতে যান না। তা না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ইডি কিংবা সিবিআই তদন্তে গেলেই চোরেদের বাঁচাতে সরব হচ্ছেন।’’
কেন্দ্রের দেওয়া টাকা চুরি
সাংবাদিক বৈঠকে জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরির অভিযোগ আনেন শুভেন্দু। এর পাশাপাশি বাকিবুরকে চাল কেনার টেন্ডার জ্যোতিপ্রিয় পাইয়ে দিয়েছেন বলেও দাবি করেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘‘প্রতি বছর ৪০ থেকে ৫০ লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা যায়, যার মধ্যে ৫০ শতাংশই ভুয়ো। চাল কেনার জন্য অগ্রিম টাকা দেয় ভারত সরকার। কৃষকদের সর্বনাশ করছে পশ্চিমবঙ্গ সরকার। ২০২১-২২ সালে ৫ লক্ষ মেট্রিক টন চালের দরপত্র টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে বাকিবুরকে।’’
নিউ দিঘায় মন্ত্রীর স্ত্রীর নামে হোটেল
২০১৬ সালে নোটবন্দির সময় সল্টলেকের ব্যাঙ্কে ৪ কোটি টাকা জ্যোতিপ্রিয় বদল করেন বলে দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)। জ্যোতিপ্রিয় ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, ‘‘নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় এমন কোনও অপকর্ম নেই, যা করেনি। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর স্ত্রীর নামে নোটবন্দির সময় সল্টলেকের ব্যাঙ্কে ৪ কোটি টাকা বদল করা হয়েছে। সেটা কি আপনার টাকা? জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং তাঁর পিএ নিউ দিঘা ও বিভিন্ন জায়গায় কতগুলি হোটেল করেছে, তার খবর কি আছে আপনার কাছে? নাকি আপনার পার্টির কোষাধ্যক্ষ ছিলেন বলে সেই টাকা ৭৫-২৫ ভাগ করে দলেও আসত? এখন কোষাধ্যক্ষ রয়েছেন কি না জানি না।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours