মাধ্যম নিউজ ডেস্ক: বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য কে দায়ী? ভুল সিগন্যালের জন্য এই ঘটনা ঘটেছে, না এর পিছনে রয়েছে নাশকতা! সেই প্রশ্নই দেশবাসীর মনে ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যেই রেলমন্ত্রী এই দুর্ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করেছেন। রবিবার রাতে দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী দাঁড়িয়ে থেকে মালগাড়ি চলাচলের ব্যবস্থা করে দেন। এবার এই ভয়াবহ দুর্ঘটনার (Coromandel Accident) প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করল রেল কর্তৃপক্ষ। সোমবার খড়্গপুরের জোনাল ট্রেনিং ইনস্টিটিউটে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সাউথ ইস্টার্ন সার্কেল) আনন্দ এম চৌধুরীর তত্ত্বাবধানে একটি টিম ওই ট্রেন দুর্ঘটনার (Coromandel Accident) তদন্ত শুরু করল। এখানে মূলত ওই এলাকার প্রত্যক্ষদর্শীদের ডাকা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সময় ওই এলাকায় যে সমস্ত রেলকর্মী কর্তব্যরত ছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পাশাপাশি ঘটনার দিনের বেশ কিছু নথিপত্র চাওয়া হয়েছে। সেইসব নথিপত্র নিয়ে রেলের আধিকারিকরা এদিন তদন্ত কমিটির সামনে হাজির হন। রেল সূত্রে জানা গিয়েছে, আরও দুদিন ধরে এই জিজ্ঞাসাবাদ চলবে।
কী বললেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সাউথ ইস্টার্ন সার্কেল)?
প্রথম পর্যায়ের জিজ্ঞাসাবাদ এবং নথি সংগ্রহের পরেই সিআরএস আনন্দ এম চৌধুরী বলেন, তদন্তে নেমে সিগন্যালিং সিস্টেম, ইন্টারলকিং সিস্টেম সহ সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বেশ কিছু নমুনা। আরও দিন তিনেক ধরে চলবে এই তদন্ত প্রক্রিয়া। তদন্ত শেষে রেল বোর্ডের কাছে জমা দেওয়া হবে রিপোর্ট। এদিন ট্রেন দুর্ঘটনার (Coromandel Accident) বিষয় নিয়ে পাঁচ-ছজন রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলব। এই ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবিষয়ে সিআরএস বলেন, এই তদন্তের সঙ্গেই চলবে সিবিআই তদন্ত। তাতে কিছু সমস্যা হবে না। এদিন এলাকার কিছু মানুষ এসেছেন। তাঁদের সঙ্গেও আমরা কথা বলব।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours