মাধ্যম নিউজ ডেস্ক: থাই স্মাইল এয়ারওয়েজের (Thai Smile Airways) উড়ানে যাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কেন্দ্রীয় বিমান চলাচল মন্ত্রী (Union Civil Aviation Minister) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এ খবর জানান। বৃহস্পতিবার এ নিয়ে একটি ট্যুইট করেন সিন্ধিয়া। লেখেন, থাই স্মাইল এয়ারওয়ে ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে যে হাতাহাতি হয়েছিল, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মন্ত্রী লেখেন, এরকম আচরণ গ্রহণীয় নয়। থাই স্মাইল এয়ারওয়েজের তরফেও একটি রিপোর্ট পেশ করা হয়েছে অ্যাভিয়েশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে। ওই এয়ারওয়েজের তরফে বলা হয়েছে, থাই স্মাইল এয়ারওয়েজ ঘটনার জন্য দুঃখিত...। যাঁরা ঘটনার জেরে ভয় পেয়েছিলেন আমাদের ফ্লাইট ক্রু-রা তাঁদের সাহায্য করেছেন।
ঘটনার সূত্রপাত...
ঘটনাটি ঘটে চলতি মাসের ২৭ তারিখে, ব্যাংকক থেকে কলকাতায় আসা থাই স্মাইল এয়ারওয়েজের (Thai Smile Airways) একটি বিমানে। জানা গিয়েছে, বিমানটি যখন আকাশে, সেই সময় ঝগড়া করছেন বিমানের দুই যাত্রী। পরে তাঁরা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। এই হাতাহাতির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, একজন বিমান সেবিকা দুই যাত্রীকে নিরস্ত করার চেষ্টা করছেন। তখনই দুই যাত্রীর মধ্যে একজনকে বলতে শোনা যায়, হাত নীচে কর। এর পর দেখা যায়, ঝামেলায় জড়ানো এক ব্যক্তি নিজের চশমা খুলছেন। তার পরেই তিনি অন্য ব্যক্তিটিকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। আক্রান্ত ব্যক্তিটিকে অবশ্য পাল্টা মার দিতে দেখা যায়নি। তিনি শুধু ওই ব্যক্তির মারের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলেন। শেষমেশ বিমানের অন্য কয়েকজন যাত্রী ও বিমানকর্মীদের চেষ্টায় পরিস্থিতি আয়ত্বে আসে।
With regard to the scuffle between passengers on board a @ThaiSmileAirway flight, a police complaint has been filed against those involved. Such behaviour is unacceptable.
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) December 29, 2022
প্রসঙ্গত, কয়েকদিন আগে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল ইস্তামবুল থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেছে দেখা যায়, বিমানে নিজের পছন্দের খাবার না পেয়ে এক যাত্রী বিমান সেবিকার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। ওই যাত্রীর আচরণের জেরে কেঁদে ফেলেন বিমান সেবিকা।
#AirRage
— Saurabh Sinha (@27saurabhsinha) December 28, 2022
Video of a fight between pax that broke out on @ThaiSmileAirway flight
Reportedly on a Bangkok-India flight of Dec 27 pic.twitter.com/qyGJdaWXxC
এর পরেই ক্রু-দের প্রধান এর প্রতিবাদ করেন। উত্তপ্ত পরিস্থিতিতে ওই যাত্রী বিমান সেবিকাকে চাকর বলে সম্বোধন করেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন বিমানসেবিকা। তিনি বলেন, আমি আপনার চাকর নই। এর পর অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours