Anubrata Mondal: প্রশ্নবাণে চোখ ছলছল! ইডির জেরায় ভেঙে পড়লেন কেষ্ট মণ্ডল
শুক্রবার পর্যন্ত ইডির হেফাজতে, তার আগে আড়াই দিনে যতটা সম্ভব জিজ্ঞাসাবাদ সেরে ফেলতে চাইছেন অফিসাররা।
Cattle smuggling
শুক্রবার পর্যন্ত ইডির হেফাজতে, তার আগে আড়াই দিনে যতটা সম্ভব জিজ্ঞাসাবাদ সেরে ফেলতে চাইছেন অফিসাররা।
শাসক দলের প্রতীক থাকলে যেন সাত খুন মাফ। রাস্তায় পুলিশও গায়ে হাত দেওয়ার সাহস দেখাবে না। গরু পাচারেও গাড়িতে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের প্রতীক আর পতাকা।
Cattle Smuggling: ওই অ্যাকাউন্টগুলো থেকে ১০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি..
হাইকোর্টেও ধাক্কা খেয়েছেন অনুব্রত মণ্ডল। ইডির আবেদনকে মান্যতা দিল হাইকোর্ট।
আরজেডি- তৃণমূলের সুসম্পর্ক সর্বজনবিদিত।
অনুব্রত কন্যা সুকন্যাকেও সোমবার সমস্ত নথি নিয়ে সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়।
সিবিআই জানিয়েছে, প্রসন্নকে গ্রেফতার করার পর বেশ কিছু শেল কোম্পানির হদিশ মিলেছে।
অন্ধকারের সুযোগে গা ঢাকা দেয় বাকিরা…
১৫ সেপ্টেম্বর ফের তাঁকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।
গত ১১ বছরে এমনই ১৭টি মিল দখল বা কিনে নেওয়া হয়েছে। এখন ইডির তদন্তের সামনে দেখাতে হবে, কীভাবে লগ্নি এনে এই চালকলগুলি তাঁরা দখল করেছিলেন বা কিনে নিয়েছিলেন।