মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির কারণে গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত-আমেরিকা ম্যাচেও (India vs USA) বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। গত দুটি ম্যাচে আয়ারল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে বুধবার জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে পাকিস্তানের স্বপ্নও জলে ভেসে যাবে।
বৃষ্টির আশঙ্কা
বুধবার সকালে নাসাউ কাউন্টিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। অ্যাকুওয়েদার জানাচ্ছে, বুধবার সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। ১০টার পর ৩৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। ১১টা থেকে ১টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ১৪ শতাংশ। ১টার পর তা খানিকটা বেড়ে হবে ১৮ শতাংশ। ২টো থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। ২টো থেকে ৪টে পর্যন্ত ৩২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, খেলা চলাকালীন পুরো সময়টাতেই বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে।
বৃষ্টি হলে কী হবে
বুধবার ভারতীয় সময় অনুসারে রাত আটটা থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত-আমেরিকা ম্যাচ শুরু হবে। যদিও স্থানীয় সময় অনুসারে শুরু হবে সকাল ১০টা থেকে। আমেরিকার আবহাওয়ার উপর কোনও ভরসা করা যায় না। এদিন যদি কোনও কারণে ম্যাচ ভেস্তে যায় তাহলেই সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাবে পাকিস্তান। যদি ভারত-আমেরিকা ম্যাচ (India vs USA) বৃষ্টিতে ভেস্তে যায় তা হলে দু’দলই পৌঁছে যাবে সুপার ৮-এ। কারণ, সে ক্ষেত্রে দু’দলেরই পয়েন্ট হবে ৫। কানাডা সর্বোচ্চ ৪ পয়েন্ট পেতে পারে। আয়ারল্যান্ডও ৪ পয়েন্টের বেশি পাবে না। পাকিস্তানও পরের ২টি ম্যাচ জিতলে ৪ পয়েন্টে পৌঁছবে।
নিউইয়র্কের আকাশে মেঘ
নিউইয়র্কের আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, খেলার প্রথম ইনিংসেই বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে টস জিতে ফিল্ডিং নিলে ভাল হবে, তেমনটাই বলেছেন বিশেষজ্ঞরা। কারণ বৃষ্টি ভেজা পিচে বুমরা, অর্শদীপদের বোলিং বিপক্ষ দলের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। সকালের দিকে তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঠান্ডায় সমস্যা হবে ক্রিকেটারদের। বেলা বাড়লে অবশ্য তাপমাত্রা কিছুটা বাড়বে। কিন্তু ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তা যাবে না। ফলে খেলা হলেও ঠান্ডা পরিবেশে খেলতে হবে দু’দলকে। মেঘ থাকায় আবহাওয়ায় আর্দ্রতা থাকবে। ফলে পিচ থেকে সুবিধা পাবেন বোলারেরা। এমনিতেই এই মাঠে বোলারেরা দাপট দেখাচ্ছেন।
আরও পড়ুন: সুপার ৮-এর লক্ষ্যে রোহিতরা, "ভারতের বিপক্ষে খেলা আবেগের", বললেন সৌরভ
আত্মবিশ্বাসী বুমরা-সিরাজরা
রোহিত-কোহলিদের কাছেও টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) এই ম্যাচের গুরুত্ব রয়েছে। নাসাউ স্টেডিয়ামের পিচে অসমান বাউন্স রয়েছে। কোনও বল আসছে গড়িয়ে, আবার কোনও ডেলিভারিতে বাউন্স হচ্ছে বুক সমান উচ্চতায়। যে কারণে রান করা ব্যাটারদের কাছে চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। গত পাক ম্যাচেও ভারতের ব্যাটিং ব্যর্থ হলেও বোলিংয়ে বাজিমাত করেছে। সেই কারণেই পাক দলকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে আমেরিকার (India vs USA) বিরুদ্ধে নামছেন বুমরা, সিরাজরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours