মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচে লজ্জার মুখে পড়ল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ রানে অলআউট হয়ে গেল তারা। অনরিখ নর্টজে, রাবাডা, মহারাজদের বিধ্বংসী বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার ব্যাটারা মুখ থুবড়ে পড়ে। তবে মাত্র ৭৮ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে গিয়েও সমস্যায় পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। যা দেখে নিউ ইয়র্কের পিচ নিয়ে প্রশ্ন উঠছে। সোমবারের, এই ম্যাচে দেখা যায় শট খেলতে প্রবল সমস্যায় পড়েছেন ব্যাটাররা। যার অন্যতম কারণ, পিচের (New York) অসমান বাউন্স। বেশির ভাগ ডেলিভারিই হাঁটুর নিচে নামছিল।
এখানেই খেলবে ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) যুগ্ম আয়োজক আমেরিকা। প্রথম বার মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হয়েছিল ডালাসে। কানাডার মুখোমুখি হয়েছিল আয়োজক আমেরিকা। ডালাসে হাইস্কোরিং ম্যাচ দেখা গিয়েছিল। তবে মূল নজর ছিল নিউ ইয়র্কেই (New York)। তার কারণ, এখানকার পিচ। আমেরিকায় এটি ড্রপ ইন পিচ বলে পরিচিত। আর নিউ ইয়র্কের এই মাঠেই রয়েছে ভারত-পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচের পিচ যা দেখা গেল, তাতে ব্যাটাররা চিন্তায় পড়তে বাধ্য। বুধবার এই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
Not an ideal pitch for t20 cricket.
— Irfan Pathan (@IrfanPathan) June 3, 2024
লো-স্কোরিং ম্যাচ
টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সেই সিদ্ধান্তই তাদের বিপক্ষে গিয়েছে। প্রথম থেকেই নড়বড় করতে থাকে শ্রীলঙ্কার ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার পেসারদের খেলতে পারেনি সিংহলি ব্যাটাররা। শ্রীলঙ্কার মাত্র তিন জন ব্যাটার দু’অঙ্কের রান করেছেন। তাঁরা হলেন কুশল মেন্ডিস (১৯), কামিন্দু মেন্ডিস (১১) এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৬)। তিন জনকেই আউট করেছেন নর্টজে। ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দু’টি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাডা এবং ওটনিল বার্টম্যান।
On all honesty this is a terrible pitch to host a T20 World Cup match.
— Prasanna (@prasannalara) June 3, 2024
মাত্র ৭৯ রান তাড়া করতে গিয়েও সমস্যায় পড়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে ফিরে যান হেনড্রিক্স (৪)। মন্থর পিচে রান করা বেশ সমস্যার হয়ে দাঁড়ায়। পিচের সাহায্য পেয়ে শ্রীলঙ্কার পেসারেরাও বল করতে থাকেন। কুইন্টন ডি’কক (২০), এডেন মার্করাম (১২), ট্রিস্টান স্টাবস (১৩) কেউ রান পাননি। তবে দলকে জিতিয়ে দেন হেনরিখ ক্লাসেন (অপরাজিত ১৯)। এই ম্যাচে জিতে বিশ্বকাপে ভালই শুরু করল প্রোটিয়ারা। তবে প্রশ্ন উঠল পিচ নিয়ে। এখানেই (New York) ভারতের ম্যাচ রয়েছে। সেই ম্যাচেও এমন পিচ থাকলে, টি-টোয়েন্টির (T20 World Cup 2024) আনন্দটাই পাওয়া যাবে না। বিরাট, রোহিত, স্কাইদের ধুম-ধারাকা শট দেখতে পাবে না ক্রিকেট-বিশ্ব।
The vibes at the Nassau County International Cricket stadium were incredible 🤩#T20WorldCup | #SLvSA pic.twitter.com/Z2dG8VlOzL
— T20 World Cup (@T20WorldCup) June 3, 2024
সহজ জয় আফগানিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার বিরুদ্ধে বড় জয় পেল আফগানিস্তান। গায়ানার মাঠে ১২৫ রানে জিতলেন রশিদ খানেরা। ব্যাটে-বলে দাপট দেখাল আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লা গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দ্রুত রান তুলতে শুরু করেন তাঁরা। উগান্ডার বোলারদের বিরুদ্ধে হাত খুলে খেলেন দুই ব্যাটার। দু জনেই অর্ধশতরান করেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রানে শেষ হয়ে আফগানিস্তানের ইনিংস। এর মধ্যে ১৪.৩ ওভারে বিনা উইকেটে ১৫৪ রান ছিল আফগানিস্তানের। শেষ দিকে দ্রুত উইকেট হারায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৫৮ রানে অল আউট হয়ে যায় উগান্ডা। চার ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট নেন ফারুকি। নবীন উল হক ও রশিদ খান ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মুজিব উর রহমান।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours