মাধ্যম নিউজ ডেস্ক: 'মা-মাটি-মানুষের সরকার' তৃণমূলের বার্ষিক আয় ৫৪৫.৭৪ কোটি টাকা। এর বেশিরভাগটাই এসেছে ইলেক্টোরাল বন্ডের থেকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তৃণমূলের অডিট রিপোর্ট। আর তাতেই সামনে এসেছে এই তথ্য। চলতি বছর ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে তৃণমূলের ভাঁড়ারে জমা পড়েছে ৫২৮.১৪ কোটি টাকা। এর আগে ২০২১-২২ অর্থবর্ষে ইলেক্টোরাল বন্ড থেকে আয় ছিল ৪২ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আয় বৃদ্ধি পেয়েছে ৯৬%। আর এই তথ্য সামনে আসতেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি (Suvendu Adhikari)।
কী বললেন শুভেন্দু?
ইলেক্ট্রোরাল বন্ডে রোজগার বৃদ্ধি নিয়ে তৃণমূল কংগ্রেসের দিকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, "তৃণমূল দল নয়, একটা চোরের কোম্পানি।"
তিনি (Suvendu Adhikari) আরও বলেন, "২০২১ সালে ইলেকট্রোরাল বন্ডে ৪২ কোটি টাকা পেয়েছিল। ২০২২ সালে ১২০০ শতাংশ বেড়ে আয় ৫২৮ কোটি টাকা। তৃণমূলের সৎসাহস থাকলে কে কে দিয়েছে এই টাকা নাম প্রকাশ করুক তৃণমূল। আপাদমস্তক দুর্নীতি ভর্তি। পুরোটাই চোরের দল।"
মোমিনপুর স্বাস্থ্য মেলায় গিয়ে তৃণমূলের দিকে নিশানা দাগেন শুভেন্দু (Suvendu Adhikari)। স্বাস্থ্য মেলায় শুভেন্দুর সঙ্গে ছিলেন খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। "কারা এই বিপুল টাকা দিল? কোথা থেকে পাওয়া গেল?" এই প্রশ্ন তুলে নামের সেই তালিকা প্রকাশের দাবি জানান বিরোধী দলনেতা। বলেন, "তালিকা প্রকাশ করে কোন শর্তে বিপুল পরিমাণ বন্ড দেওয়া হয়েছে তাও জানাতে হবে। আর যদি তৃণমূল কংগ্রেস তা প্রকাশ্যে না আনে তাহলে সেই তথ্য বের করার দায়িত্ব আমার দল এবং বিরোধী দলনেতার।"
এদিকে বিজেপি-র (Suvendu Adhikari) আরও এক বিধায়ক অগ্নিমিত্রা পাল ট্যুইটে একটি নিউজ রিপোর্টে ছবি পোস্ট করে তৃণমূল নেতাদের হেলিকপ্টার চড়ার খরচের খতিয়ান তুলে ধরেন। তাতে দেখা যায় ২০২০ এবং ২০২১ এই দু বছরের ভোটের প্রচারে হেলিকপ্টারের খরচ মোট ৫৪ কোটি টাকা।
Audit report of TMC given to EC 20-21 shows expense 18,96,56,975 cr & in 21-22 its 35,59,74,271 as expenses of plane & helicopter fare
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) January 9, 2023
Total expenses 54 cr@MamataOfficial said TMC is a poor man’s party run by selling paintings of CM
What is the source of this fund mam? pic.twitter.com/0gEkAIYOcx
মমতা বন্দ্যোপাধ্যায় বার বারই তৃণমূল কংগ্রেসকে গরিব, খেটে খাওয়া মানুষের দল হিসেবে তুলে ধরেছেন৷ অন্যান্য দলের মতো তৃণমূলের কাছে টাকা নেই বলেও দাবি করেছেন তিনি৷ কিন্তু সম্প্রতি প্রকাশিত হওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে প্রায় কয়েকশো কোটি টাকার মালিক তৃণমূল (Suvendu Adhikari)৷
অডিট রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, গত বছর বিধানসভা নির্বাচনের পর দলের খরচও অনেকটা বেড়েছে । ২০২০-২১ সালে দলের খরচ ছিল ১৩২ কোটি ৫২ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ কোটি ৩৩ লক্ষ টাকা।
আরও পড়ুন: বিচারপতি মান্থার এজলাস বয়কট, আইনজীবীদের বিক্ষোভে উত্তপ্ত হাইকোর্ট চত্বর
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours