মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের সীতাপুরের মামলায় অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা (Alt News co-founder) মহম্মদ জুবেরের (Mohammed Zubair) ৫ দিনের শর্ত সাপেক্ষে জামিন (Interim Bail) মঞ্জুর করল শীর্ষ আদালত (Supreme Court)। তবে এখনই ছাড়া পাচ্ছেন না তিনি। জেলেই থাকতে হবে তাঁকে। কারণ দিল্লি পুলিশের মামলায় এখনও জামিন পাননি জুবের।
শুক্রবার জুবেরের শর্তাধীন জামিন মঞ্জুর করলেন শীর্ষ আদালতের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় (Indira Banerjee)। কিন্তু জামিন পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে মহম্মদ জুবেরকে। পাঁচ দিনের অন্তর্বর্তী জামিনে কোনও ট্যুইট করতে পারবেন না জুবের। ছাড়তে পারবেন না দিল্লি। পাঁচদিন পর মামলার পরবর্তী শুনানি হবে। অন্তর্বর্তী জামিনের নির্দেশকে সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন সরকার পক্ষের আইনজীবী তুষার মেহতা। তবে তা মানতে নারাজ আদালত।
আরও পড়ুন: চারদিনের পুলিশ হেফাজতে অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের
শুক্রবার শীর্ষ আদালতে অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও জেকে মহেশ্বরী এই মামলা শোনেন। মহম্মদ জুবেরের তরফে সওয়াল করেন আইনজীবী কলিন গনসালভেজ। পাশাপাশি এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মহম্মদ জুবেরের করা আবেদন নিয়েও পদক্ষেপ করেছে শীর্ষ আদালত। এই আবেদনের ক্ষেত্রে উত্তরপ্রদেশ পুলিশকে (Uttar Pradesh Police) নোটিসও দেওয়া হয়েছে।
[tw]
Supreme Court grants interim bail to Alt News' co-founder Mohammad Zubair in the case registered against him in Sitapur, Uttar Pradesh; also issues notice to the UP police on Zubair's plea challenging Allahabad High Court order. pic.twitter.com/xvnwwJr4hI
— ANI (@ANI) July 8, 2022
[/tw]
প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়ে শুক্রবার শীর্ষ আদালতে দ্বারস্থ হন জুবের। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের যে এফআইআর উত্তরপ্রদেশ পুলিশ করেছে তা খারিজ করার আবেদন করেন আদালতের কাছে। উত্তরপ্রদেশের তিন হিন্দুত্ববাদী নেতা বিদ্বেষমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন জুবের। তাঁর আইনজীবী আদালতে জানান, বিদ্বেষ ছড়িয়েছিলেন ওই নেতারা। তথ্য যাচাই করা তাঁর মক্কেলের কাজ।
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গত ২৭ জুন জুবেরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। হিন্দু দেবতাকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগ উঠেছে সাংবাদিকের বিরুদ্ধে। ১ জুন জুবেরের বিরুদ্ধে হিন্দু সাধুদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগে মামলা করে উত্তরপ্রদেশ পুলিশ।
+ There are no comments
Add yours