মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর বাবা-মা অমিতাভ বচ্চন- জয়া বচ্চন। কিন্তু স্বাবলম্বী না হওয়ার দুঃখ আজও বয়ে বেড়ান তিনি। তিনি শ্বেতা বচ্চন নন্দা। শিল্পপতি নিখিল নন্দার স্ত্রী। নিখিল নন্দা করিনা-রনবীরের তুতো ভাই। প্রাচুর্যের এই চূড়ায় থেকেও অর্থনৈতিক স্বাধীনতা না থাকার বিষয়ে বরাবর অকপট তিনি। সম্প্রতি আরও একবার মেয়ে নভ্যা নভেলির পডকাস্ট শোতে সেই কথা স্বীকার করে নিলেন তিনি।
আরও পড়ুন: কবে ভারতে আসবে ট্যুইটার ব্লু? প্রশ্নের জবাবে কী বললেন ইলন মাস্ক?
শ্বেতা জানান, তখন সবে বিয়ে হয়েছে তাঁর। মুম্বই ছেড়ে দিল্লিতে গিয়ে সংসার পেতেছেন। কিন্তু নিজের খরচ চালানোরও সামর্থ্য ছিল না তাঁর। আবার স্বামী নিখিল নন্দার কাছে হাত পাততেও পারতেন না। তাই সেই সময় শ্বেতা দিল্লির একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা শুরু করেন। মাসে ৩ হাজার টাকার বেতনের ওই চাকরিতেই সেই সময় আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন বলে জানিয়েছেন শ্বেতা।
তাঁর স্বাবলম্বী না হওয়ার দোষ পুরোপুরিই মা জয়া বচ্চনকে দিয়েছেন শ্বেতা। তাঁর কথায়, বাব-মা-ই তাঁর সন্তানদের স্বাবলম্বী হওয়া শেখায়। কিন্তু জয়া তা হতে দেন নি। শ্বেতা জানান, তিনি স্কুল কলেজের সময় ভাই অভিষেকের কাছ থেকে টাকাও ধার নিতেন। পাশাপাশি এও বলেন, টাকার সঙ্গে তাঁর সম্পর্ক আদায়-কাঁচকলা।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা
তবে শ্বেতা এ-ও জানান যে, তাঁর বাড়ির টাকার সব দায়িত্ব এখন তাঁর মেয়ে নব্যার। তাঁর মেয়েই সবটা গুছিয়ে রাখেন। শ্বেতার মেয়ে নব্যা এবং ছেলে অগস্ত্য। অনেকেই আশা করেছিলেন, অভিনয়ে পা রাখবেন নব্যা নভেলি। কিন্তু এখনই তাঁর কোনও চিন্তাভাবনা নেই অভিনয়ে আসার। অন্য দিকে খুব তাড়াতাড়ি বলিউডে অভিষেক হতে চলেছে অগস্ত্যের।
মেয়ে নব্যা নন্দার (Navya Nanda) চ্যাট শো-তে একসঙ্গে এসেছিলেন জয়া এবং শ্বেতা। অর্থাৎ এক মঞ্চে বচ্চন পরিবারের তিন প্রজন্ম।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours