মাধ্যম নিউজ ডেস্ক: পরিসংখ্যান বলছে ২০৫০ সালের মধ্যে ভারতে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় ৩২কোটি। এত সংখ্যা নেহাত কম নয়। ৩২কোটি সিনিয়র সিটিজেন! (Senior Citizen Jobs) একমাত্র সরকারি চাকরি করলে পেনশন মাসে মাসে ব্যাঙ্ক আকাউন্টে জমা হয়। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট সিনিয়র সিটিজেনদের মধ্যে মাত্র ১১ শতাংশ মানুষই পেনশন পান। অর্থাৎ বাকি থাকে ৮৯ শতাংশ। আর্থিক কারণে অনেককেই ভাবেন নতুন কিছু করার কথা। ৬০ বছর মানে অবসরের বয়স! এমনটাই আমাদের ভাবনা । কিন্তু জানেন কী! ৬০ বছর বয়সেও নতুনভাবে কেরিয়ার (Senior Citizen Jobs) তৈরি করা যায়। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি।
আপনার বয়স যদি ৬০ পেরিয়ে গিয়ে থাকে তবুও পছন্দমত নিজের কেরিয়ার (Senior Citizen Jobs) বেছে নেওয়ার সুযোগ রয়েছে, বিশ্বায়নের যুগে প্রযুক্তি সমেত অন্যান্য সকল ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে , সঠিক প্রশিক্ষণ থাকলে নতুনভাবে কেরিয়ার (Senior Citizen Jobs) তৈরি করা এখন ৬০ বছরেও সম্ভব এবং সহজ। খোঁজ রাখতে হবে বিভিন্ন কেম্পানির ওয়েবসাইটে গিয়ে। সেখানে নিজের বায়োডাটা আপলোড করতে হবে। ৬০ বছরের বেশি বয়স হলে network-generated leads, social work এবং traditional business এর মতো ক্ষেত্রগুলিতে কাজের সুযোগ বেশি থাকে। আমরা এবার সিনিয়র সিটিজেনদের জন্য কিছু জবের (Senior Citizen Jobs) বিষয়ে বলবো।
সিনিয়র সিটিজেনদের জন্য ভার্চুয়াল জবের (Senior Citizen Jobs) সুযোগ রয়েছে
করোনা মহামারীর সময় Work from Home এর ধারণা প্রথম আমাদের মধ্যে এত জনপ্রিয় হয়েছিল। ছাত্রছাত্রীদের ক্লাস থেকে শুরু করে পরীক্ষা সবটাই হত অনলাইনে। অফিসের কাজও চলত অনলাইনে। এখনও অনেক অফিসে না গিয়ে, বাড়িতে বসেই ডিজিটালভাবে কাজ (Senior Citizen Jobs) করার সুযোগ রয়েছে। প্রয়োজন বাড়িতে একটি কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন। সামান্য টেকনিক্যাল জ্ঞান লাগবে। ZOOM, Google প্রভৃতির সাহায্যে এখন আপনার বাড়িতেই তৈরি হয়ে যাবে অফিস। অবসর বয়সে বাড়িতে থেকে পরিবারকেও সময় দিতে পারবেন আবার রোজগার করার সুযোগও থাকবে। আপনার কোম্পানি বিদেশে হোক কী দেশে! কাজ বাড়িতে বসেই করতে পারবেন। স্বাস্থ্য যাদের ভালো নেই এবং চলাফেরা করতে অসুবিধা হয় যাদের, তাদের জন্য এগুলো ভালো বিকল্প। বাড়িতে থেকে বা বেড়াতে গিয়ে যেকোনও জায়গায় স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করতে পারেন। অবসরপ্রাপ্ত কর্মীরা অথবা যারা এখনও পুরোপুরি অবসর নেননি, অবসরের পরে কী করবেন এমন ভাবছেন তাঁরা অবশ্যই এমন ধরনের কাজের সন্ধান করুন।
বাড়ি থেকে কাজ করা শুধুমাত্র কর্মীদের জন্যই সুবিধাজনক এমন নয় - এটি সংস্থার জন্যও ভাল। কোম্পানিগুলির পক্ষেও ভালো। অফিসের অনেক খরচ বেঁচে যায় এতে।
সিনিয়র সিটিজেনদের জন্য Entrepreneurship-এর সুযোগ
৬০বছরের বেশি বয়সী লোকেরা তাদের নিজস্ব অনলাইন ব্যবসা শুরু করছেন, নিজস্ব কোম্পানি তৈরি করে বা একজন ফ্রিল্যান্সার হয়ে রোজগার করছেন এমন অসংখ্য উদাহরণ আমাদের চারপাশে দেখতে পাই।
Launchpad বা accelerator এর মতো programs গুলি খুব উপকারী হতে পারে যারা অনলাইন জগতে নতুন কিছু শুরু করার কথা ভাবছেন। ভারতে অনেক এমন ব্যবসায়ী আছেন যারা তাদের ব্যবসা ছেড়ে দিয়েছেন, কিন্তু নতুন ব্যবসার পরামর্শদাতা হওয়ার জন্য তাদের অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে। অনলাইন ব্যবসায় যদি তাদের প্রশিক্ষিত করা যায়, তাহলে তাদের বাড়িতে বসে থাকতে হবে না।
অনলাইন কাজের জন্য দরকার আপস্কিলিং এবং রিস্কিলিং
latest technology এবং software এ জ্ঞান থাকলে সিনিয়র সিটিজেনদের কাজ (Senior Citizen Jobs) পেতে অসুবিধা হবেনা। নতুন চাকরির ক্ষেত্রে প্রযুক্তি এবং সফ্টওয়্যার শেখা অপরিহার্য। এই ট্রেনিং গুলি এখন অনলাইনেও দেয় বিভিন্ন সংস্থা।
জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কী করা উচিত আর কী করা উচিত নয় সে সম্পর্কে অনেক কিছুই শিখেছে সিনিয়র সিটিজেনরা । সেই অভিজ্ঞতা তারা ডিজিটাল চাকরিতে প্রয়োগ করতে পারে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours