মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে আগেই তলব করেছিল ইডি। সোমবার সল্টলেকের সিজিও কম্পলেক্সে ইডি দফতরে হাজিরা দেন প্রিয়াঙ্কা। অন্যদিকে এদিনই প্রেসিডেন্সি জেলে বন্দি থাকা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন ইডি আধিকারিকরা। সম্প্রতি শান্তনুর ‘ছায়াসঙ্গী’ বলে পরিচিত রাকেশ মণ্ডল, নিলয় মল্লিক এবং সুপ্রতিম ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তাঁদের কাছ থেকে শান্তনু সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। এর পর পরই শান্তনুকে জেরা করল ইডি। জানা গেছে, আগামী ৫ এপ্রিল শান্তনুকে আবার আদালতে হাজির করানো হবে।
চার ঘণ্টা ধরে জেরা করা হয় শান্তনুর স্ত্রীকে
ইডি সূত্রে খবর, তদন্তকারী সংস্থার তলব পেয়ে আজ সেখানে আসেন প্রিয়াঙ্কা। তাঁকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। প্রিয়াঙ্কাকে ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়েছিল। এদিন ইডি দফতরে তিনি ব্যাঙ্ক লেনদেনের নথি সঙ্গে নিয়ে এসেছিলেন বলে ইডি সূত্রে জানা গিয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রিয়াঙ্কাকে আবার ডাকা হতে পারে।
নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) তদন্তের ঘটনাক্রম
নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ধৃত প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষের বয়ানের উপর ভিত্তি করেই শান্তনুকে গ্রেফতার করে ইডি। শান্তনু গ্রেফতার হতেই গোটা হুগলি জেলায় তাঁর ছড়িয়ে থাকা বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় ইডি। শান্তনুর সম্পত্তি সিল করে ইডি আধিকারিকরা।
১৮ মার্চ শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলের ফ্যাটে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। শান্তনুকে গ্রেফতারের পর প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করে ইডি। আধিকারিকদের দাবি, শান্তনু ও অয়ন নিয়োগে দুর্নীতির অন্যতম মূল মাথা অয়নের অফিস থেকে প্রচুর পরিমাণ নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার করা হয়। এমনকী অয়নের সংস্থা এবিএস ইনফোজোনের লেনদেন একাধিক বেনিয়মের কথা দাবি করেন তদন্তকারীরা।
বলাগড়ে গঙ্গার পারে রিসর্ট থেকে শুরু করে ধাবা, বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে স্ত্রীর নামে কেনা দোতলা বাড়ির হদিশ পায় তদন্তকারীরা। এমনকী শান্তনুর বিরুদ্ধে বালি পাচারের সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ ওঠে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours