S Jaishankar: ‘ভারত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, কিন্তু…’, চিন, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

ভারত কখনওই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বদল হতে দেবে না...
jaishankar
jaishankar

মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবেশী দেশের নামোচ্চারণ করেননি। তবে ফের একবার চিন (China) ও পাকিস্তানকে (Pakistan) কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। এবং সেজন্য তিনি বেছে নিলেন সাইপ্রাসের মাটিকে। সেখানে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে চিন ও পাকিস্তানকে একহাত নেন ভারতের বিদেশমন্ত্রী। জয়শঙ্কর বলেন, ভারত প্রতিবেশীদের সঙ্গে প্রতিবেশীসুলভ সম্পর্ক স্থাপন করতে চায়। কিন্তু সেজন্য সন্ত্রাসবাদকে অজুহাত খাড়া করতে দেব না। সীমান্ত ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ভারত কখনওই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বদল হতে দেবে না।

তাওয়াংয়ে...

চলতি মাসের ৯ তারিখে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অনুপ্রবেশ করে চিনা ফৌজ। তার জেরে ভারতীয় সৈন্যের সঙ্গে সংঘর্ষ হয় লাল ফৌজের। দু পক্ষের সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভারতীয় সেনা মেরে তাড়িয়ে দেয় চিনা সেনাকে। এদিন সে প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী (S Jaishankar) বলেন, সীমান্ত নিয়ে আমাদের অনেক সমস্যা, প্রতিবন্ধকতা রয়েছে। করোনাকালে সীমান্ত নিয়ে সমস্যা আরও বেড়েছে। আপনারা সকলেই জানেন চিনের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। তার কারণ হল, আমরা কোনওভাবেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিবর্তন আনার কোনও চেষ্টা বরদাস্ত করি না। তিনি বলেন, তাই বিদেশনীতির দিক থেকে, জাতীয় নিরাপত্তার দিক থেকে আমি আপনাদের কাছে কূটনৈতিক কঠোর অবস্থানের চিত্র তুলে ধরতে পারি।

আরও পড়ুন: ‘মোদি বিশ্বের কণ্ঠস্বর, উন্নয়নশীল দেশগুলির স্বর ভারত’, বললেন জয়শঙ্কর

নাম না করে এদিন ফের এক দফা পাকিস্তানকে খোঁচা দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী (S Jaishankar)। তিনি বলেন, সন্ত্রাসবাদের কারণে আমাদের যত ভুগতে হয়েছে, পৃথিবীর অন্য কোনও দেশকে তা ভুগতে হয়নি। এ থেকে এটা স্পষ্ট যে আমরা কখনওই সন্ত্রাসবাদের সঙ্গে আপোশ করব না। আলোচনার টেবিলে বসানোর জন্য সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আমরা কখনওই দেব না। জয়শঙ্কর বলেন, আমরা সকল প্রতিবেশীর সঙ্গেই ভাল সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু ভাল প্রতিবেশী হওয়ার অর্থ এই নয় যে সন্ত্রাসবাদ থেকে নজর ফিরিয়ে নেওয়া বা তাকে যুক্তিযুক্ত হিসেবে গণ্য করা। এই বিষয়টি আমরা স্পষ্ট করে দিতে চাই।

বিদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে তিনি (S Jaishankar) বলেন, সে সব ভারতীয় বিদেশে বসবাস করেন, যাঁরা বিদেশে বসবাসকারী ভারতীয়দের পরিবারের অংশ, তাঁদের সকলকে বলছি, মোদি সরকার আসার পর থেকে অনাবাসী ভারতীয়দের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশকে শক্তিশালী করতে বিদেশে বসবাসকারী ভারতীয়রাও যে গুরুত্বপূর্ণ অংশ, তা আমরা স্পষ্ট জানিয়েছি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles