RSS: উদ্বোধনের দিকে আরও একধাপ এগিয়ে গেল আরএসএস-র সদর দফতর, ছাড়পত্র দিল ডিউএসি

Delhi Urban Arts Commission:  দিল্লি আরবান আর্টস কমিশন রাজধানীর ঝান্ডেওয়ালান এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নতুন কার্যালয় তৈরির ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করল  
Untitled_design(894)
Untitled_design(894)

মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি আরবান আর্টস কমিশন (Delhi Urban Arts Commission), রাজধানীর ঝান্ডেওয়ালান এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নতুন কার্যালয় তৈরির ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করেছে। এরফলে আরএসএস-এর (RSS) নয়া অফিস বিল্ডিং উদ্বোধনের দিকে আরও একধাপ এগিয়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

২৯ অগাস্ট মেলে নো অবজেকশন সার্টিফিকেট

প্রসঙ্গত, দিল্লি আরবান আর্টস কমিশন (Delhi Urban Arts Commission) গত ১ অগাস্ট এনিয়ে একটি বৈঠক করে। সেই বৈঠকেই আরএসএস-এর (RSS) ভবনকে নো অবজেকশন সার্টিফিকেট প্রদানের বিষয়টি আলোচিত হয়। তবে তখন প্রয়োজনীয় নথির অভাবে এটি আটকে যায়। এর পরে ফের দিল্লি আরবান আর্টস কমিশন (Delhi Urban Arts Commission) বৈঠকে বসে গত ২৯ অগাস্ট। সেই বৈঠকে নো অবজেকশন সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে তারা। প্রসঙ্গত, ২০১৬ সালে সরসঙ্ঘচালক মোহন ভাগবত সদর দফতর কেশব কুঞ্জকে সংস্কার ক্ষেত্রে প্রথম ইঁটটি গেঁথে প্রকল্পের কাজের উদ্বোধন করেছিলেন।

মোট ৪৬ হাজার ৯৯৯ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থান করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সদর দফতরটি 

প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সদর দফতরটি ১২ তলার হতে চলেছে বলে জানা যাচ্ছে। মোট ৪৬ হাজার ৯৯৯ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থান করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরটি। ২০১৮ সালে নতুনভাবে ভবন তৈরীর ক্ষেত্রে পরিবেশগত সার্টিফিকেট মিলেছিল বলে জানা গিয়েছে সঙ্ঘের সূত্রে। আরএসএস-এর সদর দফতরে থাকছে একাধিক অফিস, মিটিং রুম, সেমিনার হল এবং একটি বড় লাইব্রেরী। প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নয়া সদর দফতরের বিষয়টিতে প্রথম অনুমোদন মেলে ২০১৫ সালের জুলাই মাসে। এই প্রকল্পটি তত্ত্বাবধান করছে কেশব স্মারক সমিতি। বিশেষজ্ঞ মহলের মতে, যেভাবে আরএসএস-এর কাজ বাড়ছে দেশজুড়ে, তাতে সংগঠনের সদর দফতরের সংস্কারের প্রয়োজন ছিল। তবে কবে নাগাদ সদর দফতরের উদ্বোধন হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles