Roger Binny: পড়ল সরকারি শিলমোহর! বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের নয়া সভাপতি নির্বাচিত রজার বিনি

আজই বিসিসিআই-এর এজিএম-এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৩ সালে এশিয়া কাপে পাকিস্তান সফরে যাবে না ভারতীয় দল। এশিয়া কাপ নিরপেক্ষ কোনও জায়গায় করার দাবি জানানো হয়েছে।
Newly-elected-BCCI-President-Roger-Binny-to-address-injury-concerns-of-players-pitches-in-India
Newly-elected-BCCI-President-Roger-Binny-to-address-injury-concerns-of-players-pitches-in-India

মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় সরকারিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ১৯৮৩ সালের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। মঙ্গলবার মুম্বই-এর এক পাঁচতারা হোটেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনিকে বিসিসিআই-এর পরবর্তী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। রজার বিনি বোর্ডের ৩৬তম সভাপতি নির্বাচিত হলেন। তিনি বোর্ডের প্রথম সভাপতি যিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। 

আরও পড়ুন: তীক্ষ্ণ নজর! মহারণের আগে একে অপরের শক্তি-দুর্বলতা বিশ্লেষণে ব্যস্ত ভারত-পাকিস্তান

এদিন, বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি (Roger Binny)। বিসিসিআইতে আসার আগে বিনি ছিলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিশনের (KCA) প্রধান। সেই পদ ছাড়তে হবে তাঁকে। তাছাড়া এর আগে সন্দীপ পাটিল (Sandip Patil) নির্বাচকপ্রধান থাকাকালীন জাতীয় নির্বাচকও ছিলেন বিনি।রজার বিনির নতুন কমিটিতে আগের মতোই সচিব পদে বহাল থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। নতুন সহ-সভাপতি হচ্ছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা। আইপিএলের (IPL) চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধূমাল। কোষাধ্যক্ষ পদে রয়েছেন আশিস শেলার। যুগ্ম সচিব পদে আসছেন দেবজিত সাইকিয়া।

আরও পড়ুন: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিদায়ী বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। বিনির সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুখ খোলেন সৌরভ। বলেন, 'রজার বিনিকে আন্তরিক শুভেচ্ছা। নির্বাচকদের নয়া গ্রুপ ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবেন। বিসিসিআই ভাল হাতে রয়েছে। ভারতীয় ক্রিকেট শক্তিশালী ও দৃঢ় ভাবে এগিয়ে চলেছে।' বোর্ডের সভাপতি হয়েই বিনি বলেন, ‘আমি আপাতত প্রাথমিকভাবে ২টি বিষয়ের উপর ফোকাস করতে চাই। প্রথমে খেলোয়াড়দের ইনজুরি রোধ করা। জসপ্রীত বুমরাহ বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়েছিলেন, যা পুরো পরিকল্পনাকে প্রভাবিত করেছে। দ্বিতীয়ত, আমি ভারতের পিচগুলির উপর ফোকাস করতে চাই।’ আজই বিসিসিআই-এর এজিএম-এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৩ সালে এশিয়া কাপে পাকিস্তান সফরে যাবে না ভারতীয় দল। বোর্ডের দাবি, এশিয়া কাপ কোনও এমন জায়গায় আয়োজন হোক যেখানে ভারত ও পাকিস্তান উভয়েই যোগ দিতে পারবে।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles