Reliance AGM 2022: চলতি বছরেই এফএমসিজি বাজারে আত্মপ্রকাশ রিলায়েন্স রিটেলের, ঘোষণা মুকেশ-কন্যা ইশার

সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুকেশ কন্যা তথা রিলায়েন্স রিটেলের মালিক ইশা আম্বানি।
Reliance_Industries_AGM_1
Reliance_Industries_AGM_1

মাধ্যম নিউজ ডেস্ক: রিলায়েন্সের বার্ষিক সাধারণ বৈঠকে (AGM 2022) মুকেশ কন্যা ইশা আম্বানি (Isha Ambani) ঘোষণা করেন রিলায়েন্স রিটেল (Reliance Retail) এই বছর এফএমসিজি-এর (FMCG Business) ব্যবসা লঞ্চ করতে চলেছে। অর্থাৎ রিলায়েন্স রিটেল এবারে খুচরো পণ্যের ব্যবসা শুরু করবে। সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) ৪৫তম বার্ষিক সাধারণ বৈঠক (Reliance Industries AGM 2022) অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে রিলায়েন্স ভারতের বৃহত্তম সংস্থা৷ আর এই সংস্থার বার্ষিক সভার দিকেই তাকিয়ে থাকে পুরো দেশের শিল্প সমাজ। এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এছাড়া ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুকেশ কন্যা তথা রিলায়েন্স রিটেলের মালিক ইশা আম্বানি। তখনই তিনি এফএমসিজি-এর ঘোষণা করেন।

ধীরে ধীরে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে রিলায়েন্স গ্রুপের সমস্ত দায়িত্বভার। এর আগেই আকাশ আম্বানি হয়েছেন রিলায়েন্স জিও-র বোর্ডের চেয়ারম্যান। রিলায়েন্স জিও-র বোর্ড কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর রিলায়েন্সে রিটেলের দায়ভার তুলে দেওয়া হয়েছে ইশা আম্বানির হাতে।

আরও পড়ুন: কালীপুজোর সময়েই আসতে চলেছে জিও ৫জি! আগামী বছরেই সারা দেশে, জানুন কী বললেন মুকেশ আম্বানি

ইশা আম্বানি এদিন বলেন, “এফএমসিজি ব্যবসার মূল উদ্দেশ্য হল সঠিক সময়ে মানুষের কাছে উন্নতমান ও সাশ্রয়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া।“ এছাড়াও তিনি আরও বলেন, তাঁরা খুব শীঘ্রই বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের তৈরি করা পণ্য বাজারে তুলে ধরা হবে ও এই পণ্যের কী কী গুরুত্ব রয়েছে তাও তুলে ধরা হবে। ইশা আরও জানান, এবার এই ব্যবসায় বিভিন্ন ধরণের জিনিস যেমন হোম, পার্সোনাল কেয়ারের ইত্যাদিতে নিজদের ব্যান্ডকে তুলে ধরা হবে।

রিলায়েন্স রিটেল থেকে জানা গিয়েছে, এই বছরে এখনও পর্যন্ত ২৫০০টি স্টোর খোলা হয়েছে ও আর এই বছরেই এর সংখ্যা দাঁড়াবে ১৫০০০-এ। আবার এদিন নিজেদের ৫জি পরিষেবা চালু করার সময় জানিয়ে দিল ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা। আগামী দু’মাসের মধ্যেই জিও-র তরফে ৫জি পরিষেবা চালু করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। মুকেশ আম্বানি জানিয়েছেন, আগামী দু’মাসের মধ্যে, প্রাথমিক ভাবে দেশের চারটি শহরে এই পরিষেবা চালু হবে। এই শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কলকাতা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles