মাধ্যম নিউজ ডেস্ক: সরকারী প্রতিষ্ঠানে চাকরির জন্যে যারা অপেক্ষা করছেন তাদের জন্যে সুখবর। শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ (Recruitment) করতে চলেছে কলকাতা মেট্রো রেল। মঙ্গলবার বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে, মেট্রো রেল। ২০২৩-২৪ বর্ষের জন্য শিক্ষানবিশ নিয়োগ করা হবে। ১২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে কর্মী। মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।
ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে, ফিলআপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে (Recruitment)। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। কাজের ক্ষেত্র হবে কলকাতা।
এই বিষয়ে কিছি বিশেষ তথ্য জেনে নিন,
মোট শূন্যপদ: ১২৫
ফিটার ৮১
ইলেকট্রিশিয়ান ২৬
মেশিনিস্ট ৯
ওয়েল্ডার ৯
শিক্ষাগত যোগ্যতা
কলকাতা মেট্রোর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও এনসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অ্যাপ্রেন্টিসদের নিয়োগ করা হবে।
আরও পড়ুন: মহাকাশ থেকে কেমন দেখায় তিলোত্তমাকে? কলকাতার নতুন ছবি প্রকাশ বিজ্ঞানীদের
বয়স সীমা
বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীর বয়স ন্যূনতম ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। ওবিসি প্রার্থীরা বয়সে ৩ বছর, এসসি, এসটি প্রার্থীরা ৫ বছর, বিশেষভাবে সক্ষম (সাধারণ) প্রার্থীরা ১০ বছর, বিশেষভাবে সক্ষম ওবিসি প্রার্থীরা ১৩ বছর, বিশেষভাবে সক্ষম এসসি/এসটি প্রার্থীরা ১৫ বছর ছাড় পাবেন।
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের: ১০০ টাকা
সংরক্ষিত প্রার্থীদের ফি দিতে হবে না
কীভাবে ফি জমা দেবেন?
ডিমান্ড ড্রাফ্ট
নির্বাচন প্রক্রিয়া
ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ফিটনেস, ইন্টারভিউ
স্টাইপেন্ড
প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
- প্রথমে apprenticeshipindia.org -এ নিজের নাম রেজিস্টার করতে হবে।
- এবার ওই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে ফিলআপ করতে হবে।
- আবেদনকারীকে ৬ মার্চের আগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় নথি সহ আবেদনপত্র পাঠাতে হবে।
- সমস্ত তথ্য ভালো করে দেখে তবে পাঠাবেন।
- এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত প্রয়োজনীয় নথি পাঠাতে হবে মেট্রো রেলের ডেপুটি চিফ পার্সোনেল অফিসারের অফিসে। ঠিকানাটি হল- ৩৩/১, জওহরলাল নেহরু রোড, মেট্রো রেল ভবন, কলকাতা-৭০০০৭১ ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours