মাধ্যম নিউজ ডেস্ক: ৩০০ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Recruitment)। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারস পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোন ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: পাকিস্তানে ফের বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম! এনআইএ-কে জানালেন ভাগ্নে
এলআইসি সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে কর্মী নিয়োগ করা হবে। এলআইসি-তে অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। যারা এই শূন্য়পদে আবেদন (Recruitment) করতে আগ্রহী, তারা সরাসরি এলআইসি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। সংস্থার তরফে জানানো হয়েছে, যেকোনও স্নাতকরাই এই শূন্য়পদে আবেদন করতে পারেন। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ অবধি আবেদন করা যাবে।
এই বিষয়ে জেনে নিন কিছু বিশেষ তথ্য।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারস
শূন্যপদ
৩০০ টি।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন
পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৩,৬০০/- টাকা। সর্বাধিক বেতন ৯২ হাজার ৮৭০ টাকা হবে।
বয়স
প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
কীভাবে বেছে নেওয়া হবে?
লিখিত প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে। এরপর সেখানে পাশ করা প্রার্থীকে মেনস লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর ইন্টারভিউের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এলআইসি বেছে নেবে। সব শেষে হবে ডকুমেন্টস ভ্যারিফিকেশন এবং মেডিক্যাল টেস্ট।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি
অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৮৫ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন শুরু
১৫ জানুয়ারি, ২০২৩।
আবেদনের শেষ তারিখ
৩১ জানুয়ারি, ২০২৩।
+ There are no comments
Add yours