মাধ্যম নিউজ ডেস্ক: Apprentice নিয়োগ করবে মধ্য-পশ্চিম রেলওয়ে। ইতিমধ্যে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। আগ্রহীরা এই পদে আবেদন করতে পারেন। প্রার্থীরা অনলাইনে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে (WCR)-এর অফিসিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। রেলওয়ে Apprentice পদের জন্য আবেদনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, ২০২২।
আরও পড়ুন: ভারতীয় রেলের এই বিশেষ পরীক্ষা এবার ইউপিএসসি নেবে, জানুন বিস্তারিত
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ (Recruitment) প্রক্রিয়ার মাধ্যমে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে (WCR) মোট ২ হাজার ৫২১টি শূন্যপদ পূরণ করবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে।
এছাড়াও, প্রার্থীদের NCVT/SCVT-এর থেকে প্রাপ্ত National Trade Certificate থাকতে হবে।
আরও পড়ুন: ইসরোর বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন যোগ্যতা কী
বয়সের সীমা
Apprentice পদগুলির (Recruitment) জন্য আবেদনের সর্বনিম্ন বয়স ১৫ বছর এবং বয়সের ঊর্ধ্বসীমা ২৪ বছর।
আরও পড়ুন: ভারত ইলেক্টনিক্স লিমিটেডে ২৬০ শূন্যপদে নিয়োগ, বেতন ৫০,০০০ টাকা
আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। SC/ST-এর অন্তর্গত প্রার্থীদের, প্রতিবন্ধী ব্যক্তি এবং মহিলাদের কোনও ফি দিতে হবে না।
অন্যদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার জানিয়েছেন, কেন্দ্র প্রতি মাসে প্রায় ১৬ লক্ষ কর্মসংস্থান (Recruitment) তৈরি করছে।
আজমেরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স -এর উদ্যোগে একটি রোজগার মেলায় ভাষণ দেওয়ার সময় রেলমন্ত্রী দাবি করেন, কেন্দ্রীয় সরকার প্রতি মাসে প্রায় ১৬ লক্ষ চাকরি তৈরি করছে এবং নরেন্দ্র মোদি সরকারের আমলে সব নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে ।
রেলমন্ত্রী আরও বলেন, "বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট পরিস্থিতির মধ্যেও কর্মসংস্থানের (Recruitment) উৎস হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে ভারত।"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours